দীর্ঘ আলোচনার পর ভারত ও পাকিস্তানের মধ্যকার হাইব্রিড মডেলে অনুষ্ঠিত হতে যাচ্ছে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি। একই সঙ্গে আগামী তিন বছর আইসিসির সব ইভেন্টে নিরপেক্ষ ভেন্যুতে খেলার ব্যাপারে দুই দেশ সমঝোতায় পৌঁছেছে।
চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর জন্য মাত্র দুই মাস বাকি। কিন্তু ভেন্যু নিয়ে জটিলতায় এতদিন পর্যন্ত কোনো সূচি ঘোষণা করতে পারেনি আইসিসি। একাধিক বৈঠকের পর অবশেষে সমঝোতায় পৌঁছানো সম্ভব হয়েছে।
ক্রিকইনফোর তথ্য অনুযায়ী, ২০২৪ থেকে ২০২৭ সাল পর্যন্ত ভারত ও পাকিস্তানের আইসিসি ইভেন্টগুলো নিরপেক্ষ ভেন্যুতে অনুষ্ঠিত হবে। এর শুরু হবে ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে। আয়োজক দেশ পাকিস্তান হলেও ভারত তাদের ম্যাচ খেলবে নিরপেক্ষ ভেন্যুতে।
যদিও চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে আপাতত একটি সমাধান এসেছে, ভারত-পাকিস্তানের ক্রিকেট সম্পর্কের স্থায়ী সমাধান এখনও অনিশ্চিত। দুই দেশের মধ্যে রাজনৈতিক ও কূটনৈতিক দ্বন্দ্বের কারণে সরাসরি খেলাধুলার পরিবেশ তৈরি করা কঠিন হয়ে পড়েছে।
পাকিস্তানি ক্রিকেটার আহমেদ শেহজাদ বিষয়টি নিয়ে রসিকতা করে একটি প্রস্তাব দিয়েছেন। তিনি বলেন, “সীমান্তে একটি স্টেডিয়াম তৈরি করুন। একটি গেট ভারতের জন্য এবং একটি পাকিস্তানের জন্য। খেলোয়াড়রা নিজ নিজ গেট দিয়ে মাঠে প্রবেশ করবে।”
শেহজাদ আরও যোগ করেন, “তবে আমার মনে হয়, এরপরও বিসিসিআই এবং ভারত সরকার ঝামেলা করবে। তারা বলবে, পাকিস্তানের খেলোয়াড়রা যখন মাঠের ভারতীয় প্রান্তে আসবে, তখন তাদের ভিসা দেওয়া হবে না।”
চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন নিয়ে জটিলতার আপাত সমাধান হলেও, দুই দেশের রাজনৈতিক টানাপোড়েন তাদের ক্রিকেট সম্পর্ককে স্বাভাবিক অবস্থায় ফেরাতে বড় চ্যালেঞ্জ হয়ে রয়ে গেছে।