ব্রাজিলের দক্ষিণপূর্বাঞ্চলীয় প্রদেশ মিনাস গেরাইসে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ৩৮ জন নিহত এবং ৯ জন আহত হয়েছেন। ২০০৭ সালের পর দেশটিতে কোনো সড়ক দুর্ঘটনায় এত বড় প্রাণহানির ঘটনা আর ঘটেনি বলে জানিয়েছে ফেডারেল হাইওয়ে পুলিশ।
পুলিশের তথ্য অনুযায়ী, শনিবার রাতে সাওপাওলো থেকে বাহিয়া প্রদেশের ভিতোরিয়া দা কনকুইস্টা শহরের দিকে যাত্রা করা একটি বাস মিনাস গেরাইসে দুর্ঘটনার শিকার হয়। বাসটির একটি চাকা বিস্ফোরিত হওয়ায় চালক নিয়ন্ত্রণ হারালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে বাসটিতে আগুন ধরে যায়।
এ ঘটনায় একটি গাড়ি বাসটিকে পেছন থেকে আঘাত করলেও গাড়ির যাত্রীরা অক্ষত থাকেন। সংঘর্ষের পর ট্রাকটি ঘটনাস্থল থেকে দ্রুত সরে যায়।
স্থানীয় অগ্নি নির্বাপক বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের কর্মকর্তা লেফটেন্যান্ট অ্যালোন্সো ভিয়েরিয়া জুনিয়র জানিয়েছেন, অনেক যাত্রী বাসের ভেতরে আটকা পড়ে আগুনে পুড়ে মারা গেছেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
মিনাস গেরাইসের গভর্নর জানিয়েছেন, নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর এবং আহতদের চিকিৎসার সব ব্যবস্থা প্রাদেশিক সরকার করবে।
ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দ্য সিলভা গভীর শোক প্রকাশ করে বলেছেন, “এই দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের প্রতি আমাদের সমবেদনা ও সমর্থন থাকবে।”
এর আগে গত নভেম্বরে আলাগোয়াস প্রদেশে বাস দুর্ঘটনায় ১৭ জন নিহত হয়েছিলেন।