দক্ষিণ-পূর্ব আফ্রিকার দেশ মোজাম্বিকে শক্তিশালী ঘূর্ণিঝড় চিডোর আঘাতে মৃতের সংখ্যা বেড়ে ৯৪ জনে দাঁড়িয়েছে। গত সপ্তাহে ঝড়টির তাণ্ডবে দেশটিতে ১১ হাজারের বেশি বাড়িঘর ধ্বংস হয়েছে এবং ৫ থেকে ৬ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে জানিয়েছে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা।
ঘূর্ণিঝড় চিডো প্রথমে ফরাসি দ্বীপপুঞ্জ মায়োতে আঘাত হানে, সেখানে ৩৫ জন নিহত হন। এরপর এটি মোজাম্বিকের কাবো ডেলগাডো প্রদেশে ঘণ্টায় ২৬০ কিলোমিটার বেগে আঘাত হানে, যেখানে একদিনে ২৫০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। ঝড়ে মেকুফি জেলার মসজিদের ছাদসহ বহু স্থাপনা ধ্বংস হয়েছে।
ঝড়টি এমন এক অঞ্চলে আঘাত হেনেছে, যা আগে থেকেই ইসলামপন্থী সশস্ত্র গোষ্ঠীর সহিংসতায় বিপর্যস্ত। এদিকে মানব-সৃষ্ট জলবায়ু সংকটের কারণে ঝড়টির প্রভাব আরও তীব্র হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
মোজাম্বিকের ক্ষমতাসীন রাজনৈতিক দল ফ্রেলিমোর প্রেসিডেন্ট প্রার্থী ড্যানিয়েল চ্যাপো ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে নাগরিকদের সহায়তার জন্য খাদ্য ও পোশাক দান করার আহ্বান জানিয়েছেন। তবে তার সাম্প্রতিক নির্বাচনী জয়ের বিরুদ্ধে বিরোধীদের বিক্ষোভ এবং রাজনৈতিক সহিংসতায় ইতোমধ্যে ১৩০ জনের মৃত্যু হয়েছে।
এই পরিস্থিতিতে দেশটিতে ঘূর্ণিঝড়ের তাণ্ডব নতুন করে সংকট তৈরি করেছে। আগামী ১৫ জানুয়ারি চ্যাপোর প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার কথা রয়েছে।