সৌদি আরবে গত এক সপ্তাহের অভিযানে ২০ হাজার ১৫৯ জন অবৈধ প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। আবাসন, শ্রম এবং সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে তাদের আটক করা হয়েছে বলে শনিবার সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে।
১২ থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত পরিচালিত এই অভিযানে গ্রেপ্তার হওয়া প্রবাসীদের মধ্যে ১১ হাজার ৩০২ জন আবাসন আইন, ৫ হাজার ৬৫২ জন সীমান্ত নিরাপত্তা আইন, এবং ৩ হাজার ২০৫ জন শ্রম আইন লঙ্ঘন করেছেন। এছাড়া অবৈধভাবে সীমান্ত পেরিয়ে সৌদি আরবে প্রবেশের চেষ্টা করার সময় ১ হাজার ৮৬১ জনকে আটক করা হয়, যাদের মধ্যে অধিকাংশ ইথিওপিয়ান ও ইয়েমেনি নাগরিক।
সৌদি আরব থেকে অবৈধ প্রবাসীদের নিজ নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে। ইতোমধ্যে ৯ হাজার ৪৬১ জনকে ফেরত পাঠানো হয়েছে এবং আরও ৩ হাজার ৪২৫ জনের প্রত্যাবাসন প্রস্তুতি চলছে। একই সঙ্গে ১৭ জন সৌদি নাগরিককে আবাসন ও কর্মবিধি লঙ্ঘনকারীদের আশ্রয় দেওয়ার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আইন লঙ্ঘনের বিষয়ে কঠোর শাস্তির বিধান রয়েছে, যার মধ্যে রয়েছে ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল জরিমানা। দেশটিতে প্রায় ৩ কোটি ৪৮ লাখ মানুষের বাস, যার মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক অভিবাসী শ্রমিক কর্মরত।