যুক্তরাষ্ট্রের নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পানামা খাল ব্যবস্থাপনায় অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ তুলে খালটির নিয়ন্ত্রণ ফের যুক্তরাষ্ট্রের কাছে ফিরিয়ে নেওয়ার হুমকি দিয়েছেন। শনিবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশাল-এ দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।
ট্রাম্প দাবি করেছেন, পানামা খাল ব্যবস্থাপনায় চীনের ক্রমবর্ধমান প্রভাব নিয়ে উদ্বিগ্ন তিনি এবং পানামাকে সতর্ক করে বলেছেন, ‘‘এই খাল কখনো ভুল হাতে যেতে দেওয়া হবে না।’’
১৯১৪ সালে নির্মাণের পর কয়েক দশক ধরে যুক্তরাষ্ট্র এই খাল পরিচালনা করলেও ১৯৯৯ সালে এটি পুরোপুরি পানামার নিয়ন্ত্রণে হস্তান্তর করা হয়। আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরের সংযোগকারী এই খাল বিশ্ব বাণিজ্যের প্রায় ৫ শতাংশ মালামাল পরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ট্রাম্প বলেছেন, ‘‘পানামা যুক্তরাষ্ট্রের প্রতি যে অসাধারণ উদারতা দেখানো হয়েছে, তা বিবেচনায় নিয়ে খালের ফি কমানো উচিত। অন্যথায় এর নিয়ন্ত্রণ ফেরত দাবি করব।’’
পানামার দূতাবাস ট্রাম্পের মন্তব্যে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানায়নি। তবে বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের এই বক্তব্য তার ভবিষ্যৎ প্রশাসনের কূটনীতিতে সম্ভাব্য পরিবর্তনের ইঙ্গিত দেয়।