শুক্রবার
২৪শে জানুয়ারি, ২০২৫
১০ই মাঘ, ১৪৩১

আমরা জনতার পক্ষে সত্য বলি

অবেশে নির্ধারিত হলো ভারত পাকিস্তানের সময়সূচি

Fresh News রিপোর্ট
ডিসেম্বর ২৩, ২০২৪
৯:০৯ পূর্বাহ্ণ

চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ আয়োজনে নানা জটিলতা কাটিয়ে সূচির আনুষ্ঠানিকতা প্রায় নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। হাইব্রিড মডেলে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে ভারতের সব ম্যাচ সংযুক্ত আরব আমিরাতে হবে। ভারত সেমিফাইনাল কিংবা ফাইনালে উঠলেও খেলাগুলো হবে আমিরাতেই।

পিসিবি প্রধান মহসিন নাকভি আমিরাত ক্রিকেট বোর্ডের প্রধান শেখ নাহিয়ান আল মুবারাকের সঙ্গে বৈঠকে নিশ্চিত করেছেন, চ্যাম্পিয়ন্স ট্রফির নিরপেক্ষ ভেন্যু হিসেবে সংযুক্ত আরব আমিরাতকে বেছে নেওয়া হয়েছে। ২৩ ফেব্রুয়ারি দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ভারত-পাকিস্তান ম্যাচ হওয়ার সম্ভাবনা রয়েছে।

সূচির প্রধান অংশ:

১৯ ফেব্রুয়ারি: করাচিতে উদ্বোধনী ম্যাচে পাকিস্তানের মুখোমুখি নিউজিল্যান্ড।

২৩ ফেব্রুয়ারি: ভারত-পাকিস্তান হাই-ভোল্টেজ ম্যাচ, নিরপেক্ষ ভেন্যু।

সেমিফাইনাল ও ফাইনাল: প্রথম সেমি ৪ মার্চ (ভারত থাকলে নিরপেক্ষ ভেন্যু), দ্বিতীয় সেমি ৫ মার্চ, এবং ফাইনাল ৯ মার্চ লাহোরে।

চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচগুলো করাচি, রাওয়ালপিন্ডি, লাহোর এবং আমিরাতে অনুষ্ঠিত হবে। লাহোরে হবে পাঁচটি ম্যাচ, যার মধ্যে রয়েছে একটি সেমিফাইনাল ও ফাইনাল। তবে ভারতীয় দল পাকিস্তান সফরে না যাওয়ায় নিরপেক্ষ ভেন্যুতে তাদের তিনটি ম্যাচের আয়োজনের বিষয়টি পিসিবি ইতোমধ্যে চূড়ান্ত করেছে।