শুক্রবার
২৪শে জানুয়ারি, ২০২৫
১০ই মাঘ, ১৪৩১

আমরা জনতার পক্ষে সত্য বলি

শেখ হাসিনাকে দেশে ফেরাতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি

Fresh News রিপোর্ট
ডিসেম্বর ২৩, ২০২৪
২:৪৮ অপরাহ্ণ

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার (২৩ ডিসেম্বর) এ তথ্য নিশ্চিত করেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

এর আগে, স্বরাষ্ট্রবিষয়ক উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনাকে ফেরাতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, “আমাদের সঙ্গে ভারতের বন্দি বিনিময় চুক্তি আছে। সেই চুক্তির আওতায় ফেরানোর প্রক্রিয়া চলবে।”

পররাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠি অনুযায়ী, বিষয়টি ভারতের সরকারের সঙ্গে আলোচনা করা হবে। এর পাশাপাশি দুই দেশের মধ্যে বন্দি বিনিময় চুক্তির আওতায় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ কার্যকর হবে।

গত আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের চাপে শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়েছিলেন বলে জানানো হয়। এরপর থেকে তার দেশে ফেরা নিয়ে নানা আলোচনা চলছিল।

বাংলাদেশ সরকার এ উদ্যোগের মাধ্যমে প্রতিবেশী দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ককে আরও কার্যকরভাবে কাজে লাগানোর ইঙ্গিত দিয়েছে।