বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ফোনে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান। সোমবার (২৩ ডিসেম্বর) এই ফোনালাপের বিষয়টি হোয়াইট হাউসের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়।
ফোনালাপে চ্যালেঞ্জিং সময়ে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার জন্য ধন্যবাদ জানান সুলিভান। তিনি বাংলাদেশে সৃষ্ট পরিস্থিতিতে ড. ইউনূসের নেতৃত্বের প্রশংসা করেছেন এবং উভয় নেতা ধর্ম নির্বিশেষে সকল মানুষের মানবাধিকার রক্ষার অঙ্গীকার ব্যক্ত করেন। এসময়, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বাংলাদেশের চলমান চ্যালেঞ্জ মোকাবিলায় অব্যাহত সমর্থন দেয়ার কথা পুনর্ব্যক্ত করা হয়।
বিবৃতিতে আরও বলা হয়, “জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সুলিভান বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির সঙ্গে মোকাবিলা করতে ড. ইউনূসের নেতৃত্বের প্রশংসা করেছেন এবং একটি সমৃদ্ধ, স্থিতিশীল, এবং গণতান্ত্রিক বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি পুনঃপ্রকাশ করেছেন।”
প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানা গেছে, ৮ আগস্ট দায়িত্ব গ্রহণের পর গত সাড়ে চার মাসে অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বের জন্য ড. ইউনূসের প্রশংসা করেছেন সুলিভান। তিনি বাংলাদেশের সংকট কাটিয়ে ওঠার জন্য যুক্তরাষ্ট্রের সহযোগিতার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
ড. ইউনূস তার নিউইয়র্ক সফরের সময় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের সঙ্গে তার বৈঠক স্মরণ করে বলেন, “আগামী জানুয়ারির মধ্যে ছয়টি বড় সংস্কার কমিশনের রিপোর্ট পাওয়া যাবে, এবং তারপর জাতীয় ঐকমত্য গঠন প্রক্রিয়া শুরু হবে, যা নির্বাচনের প্রস্তুতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।”