ভারতের মহারাষ্ট্র রাজ্যে অবৈধ অনুপ্রবেশ এবং জাল নথি ব্যবহার করে বসবাসের অভিযোগে সাতজন পুরুষ এবং ছয়জন নারীসহ মোট ১৩ বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে মহারাষ্ট্র পুলিশের সন্ত্রাস-বিরোধী স্কোয়াড (এটিএস)।
শনিবার (২৮ ডিসেম্বর) ভারতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার (পিটিআই) প্রতিবেদনে বলা হয়েছে, থানে, নভি মুম্বাই এবং সোলাপুরে বিশেষ অভিযানে এসব বাংলাদেশিদের আটক করা হয়। অভিযানটি স্থানীয় পুলিশের সহায়তায় পরিচালিত হয়।
জাল নথি এবং বেআইনি কার্যক্রম
প্রাথমিক তদন্তে জানা গেছে, গ্রেপ্তারকৃতরা জাল আধার কার্ডসহ বিভিন্ন জাল নথি ব্যবহার করে ভারতে প্রবেশ করেছিল। এই ঘটনায় ভারতীয় ফরেনার্স আইন-১৯৪৬, পাসপোর্ট (ভারতে প্রবেশ) আইন-১৯৫০ এবং পাসপোর্ট বিধি-১৯৬৭ লঙ্ঘনের প্রমাণ মিলেছে।
পুলিশের উদ্বেগ এবং জাতীয় নিরাপত্তা
মহারাষ্ট্র পুলিশের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, ‘‘আইন ভঙ্গ করে জাল নথি তৈরির মাধ্যমে এভাবে বসবাস করা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি।’’
গ্রেপ্তারকৃতরা স্থানীয় বাসিন্দাদের সহায়তায় জাল পরিচয়পত্র সংগ্রহ করেছে বলে স্বীকার করেছে। বর্তমানে পুলিশ জাল নথি তৈরির এই চক্রের মূল হোতাদের শনাক্ত করার চেষ্টা করছে।
তদন্ত চলমান
থানে পুলিশের তত্ত্বাবধানে এই মামলার তদন্ত চলছে। অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।