সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দেওয়ার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে ভারতের শীর্ষ সংবাদমাধ্যম ইকোনমিকস টাইমস। প্রতিবেদনে বলা হয়েছে, ভূরাজনৈতিক স্বার্থ বিবেচনায় ভারত তার ঘনিষ্ঠ মিত্র শেখ হাসিনাকে ফেরত পাঠাবে না।
বাংলাদেশ সরকারের পক্ষ থেকে শেখ হাসিনাকে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে বিচারের জন্য ফেরত চেয়ে ভারতের কাছে চিঠি পাঠানো হয়েছে। তবে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ভারতের সরকার বিষয়টি নিয়ে বাড়তি সময় নিতে পারে এবং সরাসরি এই অনুরোধ মেনে নেওয়ার কোনো পরিকল্পনা নেই।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, শেখ হাসিনা ভারতের স্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি উগ্রপন্থি গোষ্ঠীর বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নিয়েছেন এবং উপ-আঞ্চলিক সহযোগিতার মাধ্যমে দুই দেশের সম্পর্ক জোরদার করেছেন। ফলে তাকে ফেরত দেওয়া ভারতের জন্য কৌশলগতভাবে ঝুঁকিপূর্ণ হতে পারে।
এ ছাড়া দুই দেশের মধ্যে থাকা প্রত্যর্পণ চুক্তির আওতায় রাজনৈতিক অনুরোধ কার্যকর করার সুযোগ নেই বলেও প্রতিবেদনে দাবি করা হয়েছে। ভারতের অবস্থান স্পষ্ট করতে প্রতিবেদনে জানানো হয় যে, শেখ হাসিনাকে ঘিরে ভারত তার কৌশলগত অংশীদারিত্ব বজায় রাখতে চায়।
এই সিদ্ধান্ত দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক পরিবেশ এবং বাংলাদেশ-ভারত সম্পর্কের ভবিষ্যতের ওপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে।