শুক্রবার
২৪শে জানুয়ারি, ২০২৫
১০ই মাঘ, ১৪৩১

আমরা জনতার পক্ষে সত্য বলি

খাবার পরিবেশনে বিলম্ব: বর বিয়ে ভেঙে চাচাতো বোনকে বিয়ে

Fresh News রিপোর্ট
ডিসেম্বর ৩০, ২০২৪
৮:৫০ পূর্বাহ্ণ

ভারতের উত্তরপ্রদেশে খাবার পরিবেশনে বিলম্ব হওয়ায় এক বর আকস্মিকভাবে বিয়ে ভেঙে দিয়ে নিজের চাচাতো বোনকে বিয়ে করেছেন। কনে পক্ষ এই ঘটনায় থানায় অভিযোগ জানালে উভয়পক্ষের মধ্যে লিখিত সমঝোতা হয়।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, উত্তরপ্রদেশের চান্দৌলিতে এ ঘটনা ঘটে। বর মেহতাব অতিথিদের নিয়ে কনের বাড়িতে পৌঁছানোর পর খাবার পরিবেশনে সামান্য বিলম্ব হওয়ায় ক্ষিপ্ত হন। কনে পক্ষের প্রতি রাগ দেখিয়ে তিনি বিয়ের অনুষ্ঠানস্থল ত্যাগ করেন। পরে তিনি নিজ বাড়িতে ফিরে নিজের চাচাতো বোনকে বিয়ে করেন।

কনের পরিবার জানায়, বিয়ের সব আয়োজন সম্পন্ন করা হয়েছিল, যার জন্য প্রায় ৭ লাখ রুপি ব্যয় হয়েছে। এমনকি বর পক্ষের ২০০ জন অতিথির খাবারের ব্যবস্থাও করা হয়েছিল। বিয়ের কয়েক ঘণ্টা আগে বরপক্ষকে দেড় লাখ রুপি দেওয়া হয়।

কনে বলেন, “বর ও তার পরিবার আমাদের সাথে দুর্ব্যবহার করেন এবং অনুষ্ঠান ছেড়ে চলে যান। পরে জানতে পারি, তিনি সেদিনই তার চাচাতো বোনকে বিয়ে করেছেন। আমরা ন্যায়বিচারের জন্য পুলিশের শরণাপন্ন হয়েছি।”

কনের পরিবারের অভিযোগের ভিত্তিতে থানায় উভয়পক্ষের মধ্যে লিখিত চুক্তি স্বাক্ষরিত হয়। থানার সার্কেল অফিসার রাজেশ রাই জানান, বরপক্ষ কনের পরিবারকে এক লাখ ৬১ হাজার রুপি ক্ষতিপূরণ হিসেবে দেওয়ার প্রতিশ্রুতি দেয়।

ঘটনার পরে উভয়পক্ষ একটি সমঝোতায় পৌঁছায়। তবে এই ঘটনা স্থানীয়ভাবে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমেও এটি ব্যাপক আলোচিত হচ্ছে।