শুক্রবার
২৪শে জানুয়ারি, ২০২৫
১০ই মাঘ, ১৪৩১

আমরা জনতার পক্ষে সত্য বলি

আফগানিস্তানে নারীদের ব্যবহৃত স্থান দেখা যায় এমন জানালা নিষিদ্ধ

Fresh News রিপোর্ট
ডিসেম্বর ৩০, ২০২৪
৮:৫৩ পূর্বাহ্ণ

আফগানিস্তানে নারীদের ব্যবহৃত স্থান দেখা যায় এমন জানালা নিষিদ্ধ করার নির্দেশ দিয়েছেন তালেবানের সর্বোচ্চ নেতা হাইবাতুল্লাহ আখুন্দজাদা। নতুন ভবন তৈরির সময় এ ধরনের জানালা নির্মাণ নিষিদ্ধ এবং বিদ্যমান জানালা বন্ধ করারও নির্দেশ দেওয়া হয়েছে।

তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এ আদেশের বিস্তারিত জানিয়েছেন। তিনি বলেন, “যেসব জানালা দিয়ে রান্নাঘর, উঠান বা নারীদের ব্যবহৃত অন্যান্য স্থান দেখা যায়, সেগুলো অশ্লীলতার উৎস হতে পারে।”

সরকারি নির্দেশ অনুযায়ী, ভবন মালিকদের জানালা ঢেকে দেওয়ার ব্যবস্থা নিতে উৎসাহিত করা হবে। একই সঙ্গে নির্মাণ পর্যবেক্ষণের দায়িত্বে থাকবে পৌর কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট বিভাগগুলো।

নারীদের ওপর ধারাবাহিক নিষেধাজ্ঞা:
২০২১ সালে তালেবান ক্ষমতায় ফিরে আসার পর থেকে আফগান নারীদের ওপর একের পর এক বিধিনিষেধ আরোপ করা হচ্ছে। মেয়ে শিশুদের প্রাথমিকের পর শিক্ষা নিষিদ্ধ করা হয়েছে। কর্মসংস্থান, জনসমাগমপূর্ণ স্থান, এমনকি পার্ক ও রেস্তোরাঁয় নারীদের প্রবেশও সীমিত করা হয়েছে।

সম্প্রতি জনসমক্ষে নারীদের গান গাওয়া ও কবিতা আবৃত্তি নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি বাড়ির বাইরে নারীদের কণ্ঠস্বর শোনা না যাওয়ার নির্দেশও জারি হয়েছে।

জাতিসংঘের নিন্দা:
জাতিসংঘ এবং আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো তালেবানের এসব পদক্ষেপকে লিঙ্গ বৈষম্য আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানিয়েছে। তবে তালেবান প্রশাসন দাবি করেছে, তারা ইসলামিক আইনের কট্টর প্রয়োগের মাধ্যমে পুরুষ ও নারীদের অধিকার নিশ্চিত করছে।

তালেবানের এসব কঠোর সিদ্ধান্ত আফগানিস্তানে নারী স্বাধীনতার সংকোচনের বিষয়টি আরও স্পষ্ট করছে। তবে এসব বিধিনিষেধ আন্তর্জাতিক অঙ্গনে সমালোচনার শিকার হওয়ায় দেশটির ভবিষ্যত সামাজিক কাঠামো নিয়ে উদ্বেগ আরও বাড়ছে।