শুক্রবার
২৪শে জানুয়ারি, ২০২৫
১০ই মাঘ, ১৪৩১

আমরা জনতার পক্ষে সত্য বলি

ইথিওপিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৬০ জন নিহত, আহত ৪

Fresh News রিপোর্ট
ডিসেম্বর ৩০, ২০২৪
৯:১৮ পূর্বাহ্ণ

পূর্ব আফ্রিকার দেশ ইথিওপিয়ায় ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ৬০ জন নিহত হয়েছেন এবং আরও ৪ জন আহত হয়েছেন। দক্ষিণ ইথিওপিয়ার সিদামা প্রদেশের বোনা জুরিয়া ওয়ারেদার গেলানা সেতুতে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

রোববার (২৯ ডিসেম্বর) বার্তাসংস্থা রয়টার্স ও সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান পৃথক প্রতিবেদনে এই দুর্ঘটনার খবর নিশ্চিত করেছে। রয়টার্স জানায়, স্থানীয় কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে বলা হয় যে, ইথিওপিয়ায় সড়ক দুর্ঘটনায় অন্তত ৬০ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে, গার্ডিয়ান জানিয়েছে, দক্ষিণ ইথিওপিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহতদের সংখ্যা ৬০ জনেরও বেশি।

সিদামা প্রদেশ, যা ইথিওপিয়ার দক্ষিণে এবং রাজধানী আদ্দিস আবাবা থেকে প্রায় ৩০০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত, সেখানে এই দুর্ঘটনা ঘটে। সিদামা আঞ্চলিক স্বাস্থ্য ব্যুরো তাদের ফেসবুক পেজে জানায়, “একটি গাড়ি দুর্ঘটনায় এখনও পর্যন্ত ৬৬ জনের মৃত্যু হয়েছে,” তবে দুর্ঘটনার বিস্তারিত কোনো তথ্য তারা প্রকাশ করেনি।

এই দুর্ঘটনাটি বোনা জুরিয়া ওয়ারেদার গেলানা সেতুর কাছে ঘটেছে। স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, আহত চারজন যাত্রীকে বোনা জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। দুর্ঘটনাস্থলে শেয়ার করা কিছু অস্পষ্ট ছবিতে একটি গাড়ির চারপাশে প্রচুর লোককে দেখা যায়, গাড়িটি আংশিকভাবে পানিতে নিমজ্জিত ছিল এবং অনেকে গাড়িটিকে পানি থেকে তুলতে সাহায্য করার চেষ্টা করছিলেন। দুর্ঘটনায় নিহতদের মৃতদেহগুলি নীল টারপলিনে আবৃত অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখা গেছে।