বৃহস্পতিবার
২৩শে জানুয়ারি, ২০২৫
৯ই মাঘ, ১৪৩১

আমরা জনতার পক্ষে সত্য বলি

আমি একেবারে সিঙ্গেল, প্রেমের গুঞ্জন নিয়ে ভাবি না: ইধিকা পাল

Fresh News রিপোর্ট
ডিসেম্বর ৩০, ২০২৪
৯:২৩ পূর্বাহ্ণ

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী ইধিকা পাল, যিনি ছোট পর্দা দিয়ে ক্যারিয়ার শুরু করে বড় পর্দায় ব্যাপক সাফল্য অর্জন করেছেন, সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের অভিনয়ের অভিজ্ঞতা এবং ব্যক্তিগত জীবনের নানা দিক নিয়ে কথা বলেছেন। তিনি জানান, যাদের সঙ্গে অভিনয় করেছেন, তাদের সবার সঙ্গেই ভালো সম্পর্ক রয়েছে।

অভিনেত্রীর সাফল্যের পাশাপাশি সম্প্রতি ‘প্রিয়তমা’ সিনেমা মুক্তির পর শাকিব খানের সঙ্গে তার প্রেমের গুঞ্জন শোনা যায়। তবে এ বিষয়ে ইধিকা পাল স্পষ্ট ভাষায় বলেন, “যাদের বিপরীতে অভিনয় করেছি, সবার সঙ্গেই তো সম্পর্ক আছে।” তিনি আরও বলেন, “আমাকে কেউ কেউ এত ভালোবাসেন, হয়ত তাদের কারণে আমাকে নিয়ে বেশি ভাবা হচ্ছে। আসলে আমাকে নিয়ে কোনো গঠনমূলক আলোচনা শুনলে আমি সেটি নিয়ে ভাবি, তবে এসব ঘটনা নিয়ে অতিরিক্ত চিন্তা করলে আমার মানসিক শান্তি বিঘ্নিত হবে এবং কাজ করার সময়ও পাব না। আমি সত্যিই একেবারে সিঙ্গেল।”

সিনেমা “খাদান”-এ কাজের অভিজ্ঞতা সম্পর্কে ইধিকা বলেন, “এই ছবিতে কাজ করার সময় অনেক স্মৃতি তৈরি হয়েছে, অনেক মজার মুহূর্ত ছিল। দেব দা এত আনন্দিত করে কাজ করতেন, যে কাজের চাপ একদম ভুলে গিয়েছিলাম।”

অভিনেত্রী আরও জানান, ছোট থেকেই অভিনেত্রী হওয়ার ইচ্ছে ছিল না, তবে অভিনয় শুরু করার পর থেকে সেই স্বপ্নই তার জীবনের লক্ষ্য হয়ে ওঠে। “আমি খুব ভাগ্যবান, ভাগ্যে বিশ্বাস করি। ২০২৪ সালের আগেই আমি এত কিছু পেয়েছি, ভাবতে পারিনি,”- বলেন ইধিকা।