বৃহস্পতিবার
২৩শে জানুয়ারি, ২০২৫
৯ই মাঘ, ১৪৩১

আমরা জনতার পক্ষে সত্য বলি

সন্ত্রাসী অভিযোগে বাংলাদেশিকে ৭ বছরের কারাদণ্ড দিলো ভারত

Fresh News রিপোর্ট
ডিসেম্বর ৩১, ২০২৪
১:০০ অপরাহ্ণ

 

ভারতে সন্ত্রাসী কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে এক বাংলাদেশি নাগরিককে সাত বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত। কারাদণ্ডের পাশাপাশি তাকে ৫৭ হাজার রুপি জরিমানাও করা হয়েছে। সাজাপ্রাপ্ত ব্যক্তির নাম জাহিদুল ইসলাম ওরফে কাউসার। বেঙ্গালুরুতে ভারতের জাতীয় তদন্ত সংস্থার (এনআইএ) বিশেষ আদালত সোমবার এই রায় ঘোষণা করে।

জাহিদুলের বিরুদ্ধে জামাত-উল-মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) প্রচার, ডাকাতি, ষড়যন্ত্র, তহবিল সংগ্রহ এবং গোলাবারুদ মজুতের অভিযোগ প্রমাণিত হয়েছে। ২০১৯ সালে এনআইএ এই মামলা হাতে নেয় এবং তাকে ১১ জন অভিযুক্তের একজন হিসেবে দোষী সাব্যস্ত করে। মামলার তদন্তে উঠে আসে, ২০১৪ সালে বেআইনিভাবে ভারতে প্রবেশ করেন জাহিদুল।

গোয়েন্দারা জানান, বাংলাদেশে ২০০৫ সালের ধারাবাহিক বিস্ফোরণের ঘটনায় পলাতক জাহিদুল ভারতে ঢুকে পশ্চিমবঙ্গ, আসাম, এবং বেঙ্গালুরুতে জেএমবির ভারতবিরোধী কার্যক্রম পরিচালনা করেন। ২০১৪ সালের বর্ধমান বিস্ফোরণ এবং ২০১৮ সালের বোধগয়া বিস্ফোরণের সঙ্গেও তার সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যায়।