শুক্রবার
২৪শে জানুয়ারি, ২০২৫
১০ই মাঘ, ১৪৩১

আমরা জনতার পক্ষে সত্য বলি

উন্নত চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া

Fresh News রিপোর্ট
জানুয়ারি ৬, ২০২৫
১:৫৭ অপরাহ্ণ

 

আগামী মঙ্গলবার (৭ জানুয়ারি) রাতে উন্নত চিকিৎসার জন্য লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি কাতারের আমিরের পাঠানো একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে দোহা হয়ে লন্ডন পৌঁছাবেন। সেখানে তাকে সরাসরি যুক্তরাজ্যের লন্ডন ক্লিনিকে নেওয়া হবে এবং সেখানকার চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তার পরবর্তী চিকিৎসা চলবে।

সোমবার (৬ জানুয়ারি) গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তার ব্যক্তিগত চিকিৎসক এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেড এম জাহিদ হোসেন। তিনি জানান, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি খালেদা জিয়াকে বহনের জন্য ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে।

লন্ডনে পৌঁছানোর পর তাকে রিসিভ করবেন তার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তার স্ত্রী ড. জোয়াবেদা রহমান এবং লন্ডন বিএনপির দুইজন নেতা। ঢাকায় থেকে যাত্রার সময় খালেদা জিয়ার সঙ্গে তার চিকিৎসকদের পাশাপাশি তার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান থাকবেন।