শুক্রবার
২৪শে জানুয়ারি, ২০২৫
১০ই মাঘ, ১৪৩১

আমরা জনতার পক্ষে সত্য বলি

গুমের ঘটনায় শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

Fresh News রিপোর্ট
জানুয়ারি ৬, ২০২৫
২:০০ অপরাহ্ণ

 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আজ (সোমবার) আওয়ামী লীগের শাসনামলে গুমের ঘটনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ট্রাইব্যুনাল এ আদেশ দেন। গুমের ঘটনায় অভিযুক্তদের তালিকায় আছেন সাবেক প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক, পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ, এবং বরখাস্তকৃত মেজর জেনারেল জিয়াউল আহসান।

প্রসিকিউটরের ব্রিফিংয়ে বলা হয়, গত ১৫ বছরে গুম ও ক্রসফায়ারের মাধ্যমে দেশে একটি ভয়ের সংস্কৃতি তৈরি হয়েছিল। সাদা পোশাকের বা পোশাকধারী বাহিনীগুলোর হাতে হাজার হাজার মানুষ গুম হয়েছেন। তাদের অধিকাংশের কোনো খোঁজ পাওয়া যায়নি। যারা ফিরে এসেছেন, তাদের অনেককে মিথ্যা মামলায় আটক দেখানো হয়েছে।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা ভারত পালিয়ে যান। তারপর থেকে তিনি সেখানে অবস্থান করছেন। বাংলাদেশ তাকে ফিরিয়ে আনার জন্য ভারতের কাছে আবেদন জানালেও এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া মেলেনি।

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানিয়েছেন, শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে ভারতের কাছ থেকে এখনো কোনো সাড়া পাওয়া যায়নি। অন্তর্বর্তীকালীন সরকার জানিয়েছে, ইন্টারপোলের রেড নোটিশের মাধ্যমে তাকে এবং অন্যান্য পলাতক আসামিদের দেশে ফেরত আনার ব্যবস্থা করা হবে।

আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, যেকোনো পলাতক চক্রকে পৃথিবীর যে প্রান্তেই হোক, ইন্টারপোলের মাধ্যমে ধরে এনে বিচারের আওতায় আনা হবে।