শুক্রবার
২৪শে জানুয়ারি, ২০২৫
১০ই মাঘ, ১৪৩১

আমরা জনতার পক্ষে সত্য বলি

আদালত অবমাননার ঘটনায় হাইকোর্টে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা পাবলিক প্রসিকিউটরের

Fresh News রিপোর্ট
জানুয়ারি ৬, ২০২৫
২:০২ অপরাহ্ণ

 

নওগাঁর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রবিউল ইসলামকে নিয়ে অবমাননাকর মন্তব্য এবং আদালত ঘেরাওয়ের হুমকি দেওয়ার ঘটনায় হাইকোর্টে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেছেন নওগাঁর পাবলিক প্রসিকিউটর (পিপি) আবু জাইদ মো. রফিকুল ইসলাম। সোমবার (৬ জানুয়ারি) বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে তিনি উপস্থিত হয়ে ক্ষমা চান।

গত ১৮ ডিসেম্বর পিপি রফিকুল ইসলামের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ ওঠে। এ বিষয়ে হাইকোর্ট স্বপ্রণোদিত হয়ে তাকে তলব করেন এবং আদালত অবমাননার রুল জারি করেন। নওগাঁর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রবিউল ইসলাম রেজিস্ট্রার জেনারেলের কাছে এ বিষয়ে একটি আবেদন পাঠান, যাতে ৭ জন ম্যাজিস্ট্রেট স্বাক্ষর করেন।

আবেদনে বলা হয়, পিপি রফিকুল ইসলাম প্রকাশ্যে বিচার বিভাগ সম্পর্কে অবমাননাকর বক্তব্য দিয়েছেন, যা বিচার বিভাগের প্রতি মানুষের আস্থা নষ্ট করার শামিল। এই আবেদন প্রধান বিচারপতির নজরে আনলে তিনি সংশ্লিষ্ট বেঞ্চে বিষয়টি পাঠানোর নির্দেশ দেন।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল তানিম খান আদালতের আদেশ নিশ্চিত করে জানান, আদালত পিপির আচরণকে অত্যন্ত গুরুতর বলে আখ্যা দিয়েছেন। নিঃশর্ত ক্ষমা প্রার্থনার পর বিষয়টি আদালত পর্যবেক্ষণ করছেন।