চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের ১ হাজার ৯১১টি মামলার নথির (কেস ডকেট) খোঁজ পাওয়া যাচ্ছে না। হত্যাসহ মাদক, চোরাচালান ও বিস্ফোরণের মতো গুরুত্বপূর্ণ মামলার এই নথি বিচারিক প্রক্রিয়ার জন্য অপরিহার্য। নথি গায়েব হওয়ায় অপরাধ প্রমাণ করা কঠিন হয়ে পড়বে বলে আশঙ্কা করছেন আইনজীবীরা।
রোববার (৫ জানুয়ারি) নগরের কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) মফিজুল হক ভূঁইয়া। জিডিতে উল্লেখ করা হয়, আদালতের পিপি কার্যালয়ে স্থান সংকুলান না হওয়ায় ২০২৩ সালের ২৪ এপ্রিল থেকে বারান্দায় প্লাস্টিকের বস্তায় পলিথিনে মোড়ানো অবস্থায় নথিগুলো রাখা হয়েছিল।
অবকাশকালীন ছুটিতে অফিস বন্ধ থাকায় ১৩ থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে নথিগুলো হারিয়ে গেছে। নথিগুলোর খোঁজাখুঁজি করে পাওয়া না যাওয়ায় বিষয়টি থানায় জানানো হয়েছে।
সরকারি কৌঁসুলি মফিজুল হক ভূঁইয়া বলেন, নথিগুলো বারান্দায় রাখা হয়েছিল কারণ কক্ষের সংকট ছিল। তিনি দায়িত্ব নেওয়ার পর নতুন কক্ষ চেয়ে আবেদন করলেও এখনো তা বরাদ্দ হয়নি।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম জানান, পিপির কার্যালয়ের সামনের বারান্দা থেকে নথি গায়েব হওয়ার ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং নথি উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।