শুক্রবার
২৪শে জানুয়ারি, ২০২৫
১০ই মাঘ, ১৪৩১

আমরা জনতার পক্ষে সত্য বলি

প্রথমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা

Fresh News রিপোর্ট
জানুয়ারি ৭, ২০২৫
৬:০০ অপরাহ্ণ

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো দেশব্যাপী আয়োজিত হতে যাচ্ছে জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা ২০২৫। এই প্রতিযোগিতা উপজেলা থেকে জাতীয় পর্যায় পর্যন্ত ধাপে ধাপে অনুষ্ঠিত হবে। তিনটি গ্রুপে বিভক্ত প্রতিযোগিতায় শিক্ষার্থীরা অংশগ্রহণের সুযোগ পাবে।

ইসলামিক ফাউন্ডেশনের প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রতিযোগিতাটি ৪৯৫টি উপজেলা, ৬৪টি জেলা এবং ৮টি বিভাগ নিয়ে গঠিত ১৫টি জোনে বিভক্ত হয়ে অনুষ্ঠিত হবে। এর মধ্যে ঢাকা মহানগরীতে ৪টি, চট্টগ্রাম মহানগরীতে ৩টি, রাজশাহী ও খুলনা মহানগরীতে ২টি করে এবং সিলেট, বরিশাল, রংপুর ও ময়মনসিংহ মহানগরীতে ১টি করে জোন নির্ধারণ করা হয়েছে।

প্রতিযোগিতার ধাপগুলো শুরু হবে জানুয়ারি মাসে উপজেলা পর্যায় থেকে। ফেব্রুয়ারি মাসে জেলা পর্যায়ের প্রতিযোগিতা, এপ্রিল মাসে বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতা এবং চূড়ান্ত জাতীয় প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে মে মাসে।

তিনটি গ্রুপের মধ্যে ক গ্রুপে (তাজবীদসহ ৩০ পারা হিফজ, অনূর্ধ্ব ১৮ বছর), খ গ্রুপে (তাজবীদসহ ২০ পারা হিফজ, অনূর্ধ্ব ১৫ বছর) এবং গ গ্রুপে (তাজবীদসহ ১০ পারা হিফজ, অনূর্ধ্ব ১২ বছর) প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। একই শিক্ষাপ্রতিষ্ঠান থেকে প্রতিটি গ্রুপে সর্বোচ্চ ৫ জন প্রতিযোগী অংশগ্রহণ করতে পারবে।

জাতীয় পর্যায়ের বিজয়ীদের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার। প্রথম পুরস্কার বিজয়ীকে ২ লাখ টাকা, দ্বিতীয় পুরস্কার বিজয়ীকে ১ লাখ ৫০ হাজার টাকা এবং তৃতীয় পুরস্কার বিজয়ীকে ১ লাখ টাকাসহ ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হবে। উপজেলা ও জেলা পর্যায়েও পুরস্কার প্রদান করা হবে।

ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় ও জেলা অফিসে যোগাযোগের মাধ্যমে প্রতিযোগিতায় অংশগ্রহণের বিস্তারিত তথ্য জানা যাবে। এটি বাংলাদেশের হাফেজদের জন্য একটি গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে বিবেচিত হচ্ছে।