শুক্রবার
২৪শে জানুয়ারি, ২০২৫
১০ই মাঘ, ১৪৩১

আমরা জনতার পক্ষে সত্য বলি

৪৩তম বিসিএসে বাদ পড়া ২২৭ জনের পুনরায় চাকরির সুযোগ

Fresh News রিপোর্ট
জানুয়ারি ৯, ২০২৫
৭:১৯ অপরাহ্ণ

 

৪৩তম বিসিএস থেকে বাদ পড়া ২২৭ জনের মধ্যে বেশিরভাগই পুনরায় চাকরিতে যোগ দেওয়ার সুযোগ পাবেন বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেসুর রহমান। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুরে, বাদ পড়া প্রার্থীদের সঙ্গে এক বৈঠক শেষে তিনি এ তথ্য জানান।

সচিব বলেন, ৪৩তম বিসিএস থেকে বাদ পড়া ২২৭ জনের পুনরায় যাচাই-বাছাই করা হয়েছে এবং তাদের মধ্যে যারা ফৌজদারি অপরাধে জড়িত নন, তারা সকলেই চাকরিতে যোগ দিতে পারবেন।

এর আগে, ২ জানুয়ারি মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানায়, গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে ২২৭ জন এবং স্বাস্থ্য পরীক্ষায় অনুপস্থিত থাকায় ৪০ জনকে বাদ দেওয়া হয়েছে।

এছাড়াও, মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত বছরের জানুয়ারিতে ৪৩তম বিসিএস পরীক্ষায় ২ হাজার ১৬৩ প্রার্থীর নিয়োগের সুপারিশ করা হয়েছিল। তবে, ১৫ অক্টোবর পুলিশের স্পেশাল ব্রাঞ্চ এবং জেলা প্রশাসকদের তথ্যের ভিত্তিতে ৫৯ জনকে বাদ দিয়ে ৪০ জনের স্বাস্থ্য পরীক্ষায় অনুপস্থিত থাকার কারণে বাদ পড়েন এবং ২ হাজার ৬৪ জন প্রার্থীকে নিয়োগের সুপারিশ করা হয়।

মন্ত্রণালয় আরও জানায়, ‘ক্লিন ইমেজ’ প্রার্থীদের নিয়ে সরকারী নিয়োগ প্রক্রিয়ার প্রতি আস্থা পুনঃপ্রতিষ্ঠিত করতে পুনরায় এনএসআই ও ডিজিএফআই’র মাধ্যমে যাচাই-বাছাই করা হয়। ২২৭ জনের বিরুদ্ধে প্রতিবেদন আসার পর তাদের সাময়িকভাবে নিয়োগের জন্য অনুপযুক্ত বিবেচনা করা হয়। তবে, এসব প্রার্থীরা পুনর্বিবেচনার আবেদন করার সুযোগ পাচ্ছেন, যা সকলের জন্য উন্মুক্ত রয়েছে।