বৃহস্পতিবার
২৩শে জানুয়ারি, ২০২৫
৯ই মাঘ, ১৪৩১

আমরা জনতার পক্ষে সত্য বলি

চাদে প্রেসিডেন্ট কার্যালয়ে হামলা: প্রাণহানি ১৯, নিরাপত্তা নিশ্চিতের দাবি সরকারের

Fresh News রিপোর্ট
জানুয়ারি ৯, ২০২৫
৮:৪৭ অপরাহ্ণ

মধ্য-আফ্রিকার দেশ চাদের রাজধানী এন’জামেনায় প্রেসিডেন্ট কার্যালয়ে হামলায় অন্তত ১৯ জন নিহত হয়েছেন। হামলাকারীদের বেশিরভাগই প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে দেশটির সরকার। বুধবার রাতে এই হামলার ঘটনা ঘটে।

সরকারি মুখপাত্র ও পররাষ্ট্রমন্ত্রী আব্দেরামান কৌলামাল্লাহ জানিয়েছেন, অন্তত ২৪ জনের একটি সশস্ত্র দল ‘‘অস্ত্র ও ছুরি’’ নিয়ে প্রেসিডেন্ট প্রাসাদে হামলা চালায়। দ্রুত প্রতিরোধ গড়ে তোলায় নিরাপত্তা বাহিনী হামলাকারীদের নিষ্ক্রিয় করতে সক্ষম হয়। সংঘর্ষে একজন নিরাপত্তা রক্ষী নিহত এবং তিনজন আহত হন।

হামলাকারীরা বেসামরিক পোশাক পরে রাজধানীর দক্ষিণাঞ্চলের দরিদ্র একটি এলাকা থেকে এসেছিল। কৌলামাল্লাহ তাদের ‘‘অসহায় বদমাশ’’ বলে অভিহিত করেন। সংঘর্ষের পর একটি ভিডিও বার্তায় তিনি দাবি করেন, পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এবং অস্থিতিশীলতার চেষ্টা দমন করা হয়েছে।

এদিকে, বিরোধী দলগুলো সরকারের বিবরণ নিয়ে সন্দেহ প্রকাশ করেছে। জিসিএপি-এর মুখপাত্র ম্যাক্স কেমকোয়ে এই ঘটনাকে ‘‘নাটক’’ বলে আখ্যা দিয়েছেন। তিনি মনে করেন, ক্ষমতাসীনরা জনমনে ভীতি ছড়াতে এবং নিজেদের অবস্থান শক্তিশালী করতে এ ধরনের ঘটনা সাজিয়েছে।

চাদের প্রেসিডেন্ট মাহামত ইদ্রিস দেবী ইতনো হামলার সময় প্রাসাদের ভেতরেই ছিলেন বলে জানা গেছে। তবে তার নিরাপত্তা নিশ্চিত থাকায় সরকার আশ্বস্ত করেছে। হামলার বিষয়ে কূটনীতিকদের জন্য একটি বিবৃতি দেওয়ার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী।

এ ঘটনায় দেশটির রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও হামলার পেছনের উদ্দেশ্য এবং এর পরিণতি নিয়ে প্রশ্ন উঠেছে।