ভারতের সীমান্তে নিহত বাংলাদেশি নাগরিক জহুর আলীর (৬০) মরদেহ বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বাল্লা সীমান্তে এ হস্তান্তর কার্যক্রম সম্পন্ন হয়।
বিজিবি ও বিএসএফের উপস্থিতিতে ভারতীয় পুলিশ নিহত জহুর আলীর মরদেহ বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করে। জহুর আলী হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার পশ্চিম ডুলনা গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি গত মঙ্গলবার ভারতীয় খোয়াই থানার অন্তর্গত এলাকায় মৃত অবস্থায় উদ্ধার হন।
চুনারুঘাট থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. শফিকুল ইসলাম জানান, বাল্লা বিজিবি, স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী এবং জনপ্রতিনিধিদের উপস্থিতিতে মরদেহটি হস্তান্তর করা হয়। ভারতীয় খোয়াই থানার উপ-পরিদর্শক শুভঙ্কর দেব বর্মা মরদেহটি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ পুলিশের কাছে তুলে দেন।
ময়নাতদন্ত রিপোর্টের মাধ্যমে তার মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম। সীমান্তে এই ধরনের মৃত্যুর ঘটনায় স্থানীয় জনমনে শোক ও উদ্বেগ বিরাজ করছে।