শুক্রবার
২৪শে জানুয়ারি, ২০২৫
১০ই মাঘ, ১৪৩১

আমরা জনতার পক্ষে সত্য বলি

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে উত্তেজনা: কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে বিরোধ

Fresh News রিপোর্ট
জানুয়ারি ১০, ২০২৫
১০:৫১ পূর্বাহ্ণ

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তে ভারতীয় অংশে কাঁটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে বিজিবি ও বিএসএফের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে। উভয় দেশের স্থানীয় বাসিন্দারাও এতে সম্পৃক্ত হয়ে সীমান্তে ভিড় জমিয়েছে।

সম্প্রতি ভারতের মালদহ জেলার বৈষ্ণবনগর থানার সুকদেবপুর এলাকায় সীমান্তের ১২০০ গজ অংশে কাঁটাতারের বেড়া নির্মাণের প্রস্তুতি নেয় বিএসএফ। তাদের দাবি, এই নির্মাণকাজ পূর্ব অনুমোদিত। তবে বিজিবি জানায়, নিয়ম অনুযায়ী সীমান্ত লাইন থেকে দেড়শ গজের মধ্যে কোনো স্থাপনা নির্মাণ করতে হলে দুই দেশের সম্মতি প্রয়োজন। বিএসএফ এসব নিয়ম মানেনি বলে অভিযোগ তুলেছে বিজিবি।

এ ঘটনায় দুই দফা পতাকা বৈঠক হলেও নির্মাণকাজ চালানো থামেনি। উত্তেজনার সময় সীমান্তের উভয় প্রান্তে স্থানীয় বাসিন্দারা জড়ো হয়। একপাশে ভারতীয় জনগণ ‘বান্দে মাতরম’ ও ‘জয় শ্রীরাম’ স্লোগান দেয়, অন্যপাশে বাংলাদেশি জনগণ ‘নারায়ে তাকবীর, আল্লাহু আকবর’ বলে জবাব দেয়।

স্থানীয়দের শঙ্কা, সীমান্তে কৃষিজমি থাকা বাংলাদেশিদের ক্ষতির সম্মুখীন হতে পারে। বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল ইমরান ইবনে আব্দুর রউফ জানান, বিষয়টি ঊর্ধ্বতন পর্যায়ে অবহিত করা হয়েছে। পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে থাকলেও নির্মাণকাজ পুরোপুরি বন্ধ হয়নি।

বিএসএফ দাবি করেছে, তাদের কাজ অনুমোদিত। কিন্তু ২০২১ সালে বিজিবি অনুমোদন স্থগিত করার কথা জানায়। ফলে দুই পক্ষের বক্তব্যে দ্বন্দ্ব রয়ে গেছে। সীমান্তের নিয়মনীতি অনুযায়ী উভয় পক্ষের সম্মতির বিষয়টি নিশ্চিত করার আহ্বান জানানো হচ্ছে।