স্মার্টফোনের ব্যাটারি ক্ষমতা বাড়াতে যুগান্তকারী উদ্যোগ নিচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী দুই স্মার্টফোন নির্মাতা স্যামসাং ও অ্যাপল। অত্যাধুনিক ব্যাটারি প্রযুক্তি নিয়ে একযোগে কাজ করবে এই দুই প্রতিষ্ঠান, যা স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য বড় পরিবর্তন আনতে পারে।
বাজারে চীনা নির্মাতা প্রতিষ্ঠান অপো এবং রেড ম্যাজিক ইতোমধ্যেই ৭০০০ এমএএইচ ব্যাটারিযুক্ত ফোন এনেছে। তাদের প্রতিযোগিতায় টিকে থাকতে স্যামসাং ও অ্যাপলও উন্নত প্রযুক্তি নিয়ে মাঠে নামার পরিকল্পনা করছে।
স্যামসাং তাদের ফ্ল্যাগশিপ ফোনগুলোর ব্যাটারিতে সিলিকন প্রযুক্তি ব্যবহার শুরু করার উদ্যোগ নিয়েছে। সিলিকন উপাদান ব্যবহারের মাধ্যমে ব্যাটারির কর্মক্ষমতা বাড়ানো হবে এবং ফুলে যাওয়ার সমস্যাও দূর করা হবে। স্যামসাং ইতোমধ্যে প্রয়োজনীয় আনুষঙ্গিক উপাদান তৈরির কাজ শুরু করেছে।
অন্যদিকে, অ্যাপল ২০২৬ সালে তাদের নিজস্ব উন্নত ব্যাটারি প্রযুক্তি চালু করার পরিকল্পনা করছে। নতুন এই প্রযুক্তি ফ্ল্যাগশিপ স্মার্টফোনে ব্যবহার করে চার্জ ধরে রাখার সময় বাড়ানো হবে।
চীনা ব্র্যান্ডগুলো যেখানে ৭০০০ এমএএইচ থেকে ৮০০০ এমএএইচ ব্যাটারির ফোন বাজারে আনার প্রস্তুতি নিচ্ছে, সেখানে স্যামসাং ও অ্যাপলের এই গবেষণা গ্রাহকদের কাছে তাদের ফোনকে আরও আকর্ষণীয় করে তুলতে পারে। বর্তমানে, উভয় কোম্পানির ফোনে ব্যাটারি দ্রুত চার্জ শেষ হওয়ার অভিযোগ রয়েছে, যা এই নতুন প্রযুক্তির মাধ্যমে সমাধান করা হবে।
উন্নত ব্যাটারি প্রযুক্তি আনার মাধ্যমে গ্রাহকের অভিজ্ঞতা বৃদ্ধি এবং বাজারে প্রতিযোগিতার শীর্ষে থাকার লক্ষ্য নিয়ে কাজ করছে স্যামসাং ও অ্যাপল। তবে কবে এই প্রযুক্তি বিশিষ্ট ফোন বাজারে আসবে, তা এখনো স্পষ্ট নয়।