ইয়েমেনের বিদ্যুৎ কেন্দ্র ও দুটি বন্দরে ইসরায়েলি বাহিনী বিমান হামলা চালিয়েছে। হুথি বিদ্রোহীদের ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলার প্রতিশোধ হিসেবে শুক্রবার এই হামলা চালানোর দাবি করেছে ইসরায়েল। ইসরায়েলের হামলায় তিনজন আহত হওয়ার খবর দিয়েছে হুথি বিদ্রোহীদের নিয়ন্ত্রিত গণমাধ্যম।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এ বিষয়ে মন্তব্য করে বলেছেন, “আমাদের বিরুদ্ধে আগ্রাসনের জন্য ইরান-সমর্থিত হুথি মিলিশিয়ারা চড়া মূল্য দিচ্ছে। এই অভিযান অব্যাহত থাকবে।” হামলার লক্ষ্য ছিল ইয়েমেনের সানার হেজিয়াজে অবস্থিত প্রধান বিদ্যুৎ কেন্দ্র। সেখানে ১৩টি বিমান হামলায় একজন কর্মীসহ তিন বেসামরিক নাগরিক আহত হয়েছেন।