শুক্রবার
২৪শে জানুয়ারি, ২০২৫
১০ই মাঘ, ১৪৩১

আমরা জনতার পক্ষে সত্য বলি

আগামী জাতীয় নির্বাচন ইভিএমে হবে নাঃ সিইসি প্রধান

Fresh News রিপোর্ট
জানুয়ারি ১১, ২০২৫
১:৩৭ অপরাহ্ণ

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন জানিয়েছেন, আগামী জাতীয় নির্বাচন ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের মাধ্যমে অনুষ্ঠিত হবে না। তিনি বলেন, প্রধান উপদেষ্টার নির্ধারিত সময় অনুযায়ী নির্বাচন পরিচালনার প্রস্তুতি চলছে এবং এটি সুনির্দিষ্ট নীতিমালার মধ্যে সম্পন্ন হবে।

শনিবার (১১ জানুয়ারি) সকালে ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব মন্তব্য করেন সিইসি।

এছাড়া, আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে সিইসি বলেন, “সময় এলে জানা যাবে কোন কোন দলের নিবন্ধন থাকে। আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে কি না, তা সময় বলে দেবে।” তিনি আরও জানান, এবারের নির্বাচনে প্রবাসীরা অংশগ্রহণ করতে পারবেন, এ জন্য নির্বাচন কমিশন কাজ করছে।

স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে চাননি, তবে একদিনে সব নির্বাচন আয়োজন করা সম্ভব নয় বলে জানান।