রোববার সকাল ৮টা ৫ মিনিটে রাজধানীর তেজগাঁওয়ে ট্রাকস্ট্যান্ডের একটি গ্যারেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দ্রুত খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। মাত্র ২৮ মিনিটের চেষ্টায় সকাল ৮টা ৩৩ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন তারা।
ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. তালহা বিন জসিম জানান, গ্যারেজ থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এর আগেও ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার মো. শাহজাহান জানান, সকাল ৮টা ১০ মিনিটে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে দ্রুততার সঙ্গে কাজ শুরু করে। তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, আর ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা যায়নি। অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখা হচ্ছে।