রবিবার
২০শে এপ্রিল, ২০২৫
৭ই বৈশাখ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

রাজধানীর তেজগাঁওয়ে গ্যারেজে আগুন

Fresh News রিপোর্ট
জানুয়ারি ১২, ২০২৫
১২:৩১ অপরাহ্ণ

নিজেস্ব প্রতিবেদক:

রাজধানীর তেজগাঁওয়ে ট্রাকস্ট্যান্ডের একটি গ্যারেজে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।

রোববার (১২ জানুয়ারি) সকাল ৮টা ৫ মিনিটের দিকে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে এসে কাজ শুরু করে। পরে সকাল ৮টা ৩৩ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন তারা।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার মো. শাহজাহান বলেন, রোববার সকাল ৮টা ৫ মিনিটে আগুন লাগার খবর আসে। পরে ৮টা ১০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিস। ট্রাকস্ট্যান্ডের একটি গ্যারেজ থেকে আগুনের সূত্রপাত হয়েছে।