মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থ দপ্তরে চীনের মদতপুষ্ট হ্যাকাররা সাইবার আক্রমণ চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। গত মাসের শুরুতেই অর্থ দপ্তরের সিস্টেমে প্রবেশ করে হ্যাকাররা কর্মীদের কম্পিউটারে নজরদারি করে এবং গুরুত্বপূর্ণ তথ্য চুরি হওয়ার আশঙ্কা প্রকাশ করা হয়েছে। এই ঘটনার পর মার্কিন প্রশাসনে তীব্র উদ্বেগ ছড়িয়ে পড়েছে।
প্রাথমিক তদন্তে জানা গেছে, চীনা সরকারের সঙ্গে সংশ্লিষ্ট হ্যাকাররা অর্থ দপ্তরের কর্মীদের কম্পিউটার হ্যাক করার জন্য একটি ক্লাউড-ভিত্তিক পরিষেবার সহায়তা নিয়েছে। সাইবার নিরাপত্তা প্রদানকারী সংস্থা ‘বিয়ন্ডট্রাস্ট’ প্রথমে এই আক্রমণের বিষয়ে সতর্ক করে। এরপরই মার্কিন প্রশাসন জরুরি পদক্ষেপ নেয় এবং সুরক্ষা ব্যবস্থার উন্নয়ন শুরু করে।
বিশেষজ্ঞরা মনে করছেন, এই হামলার মাধ্যমে গুরুত্বপূর্ণ আর্থিক নথি ও মার্কিন অর্থনৈতিক কাঠামোর গোপন তথ্য চুরি হয়ে থাকতে পারে। মার্কিন অর্থ দপ্তরের এক কর্মকর্তা জানান, তারা দ্রুত পদক্ষেপ নিয়ে দ্বিতীয় আক্রমণ প্রতিরোধ করতে সক্ষম হয়েছেন। তবে ভবিষ্যতে এ ধরনের আক্রমণ রুখতে আরও শক্তিশালী সাইবার নিরাপত্তার প্রয়োজন রয়েছে।
এই ঘটনা আন্তর্জাতিক মহলেও ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। বিশেষজ্ঞদের মতে, এটি শুধু মার্কিন যুক্তরাষ্ট্র নয়, বরং বিশ্বব্যাপী সাইবার নিরাপত্তার প্রতি বড় একটি হুমকি হয়ে দাঁড়িয়েছে। যদিও চীনা সরকার এই আক্রমণে তাদের জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে। তবুও এই সাইবার হামলা বিশ্বজুড়ে সাইবার নিরাপত্তা ব্যবস্থার অরক্ষিত দিকগুলো উন্মোচিত করেছে।