মানুষকে বোকা বানাতে এবং প্রতারণার জাল বিছাতে সাইবার অপরাধীদের প্রথম পছন্দ হোয়াটসঅ্যাপ। আধুনিক প্রযুক্তির অপব্যবহার করে প্রতারকরা ব্যবহারকারীদের ফাঁদে ফেলে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিচ্ছে।
প্রতারকরা কখনো শেয়ার বাজারে লগ্নির প্রলোভন দেখিয়ে, কখনো ডিজিটাল অ্যারেস্টের ভয় দেখিয়ে, আবার কখনো অন্তরঙ্গ ছবি বা ভিডিও ফাঁস করার হুমকি দিয়ে ব্যবহারকারীদের কাছ থেকে টাকা আদায় করছে। ভারতের সাম্প্রতিক এক প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালের প্রথম তিন মাসেই হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা ১২৫ কোটি টাকা প্রতারণার শিকার হয়েছেন।
এই সময়ে শুধুমাত্র হোয়াটসঅ্যাপে ৪৩,৭৯৭টি প্রতারণার অভিযোগ জমা পড়ে। এর তুলনায় টেলিগ্রামে ২২,৬৮০টি এবং ইনস্টাগ্রামে ১৯,৮০০টি জালিয়াতির ঘটনা ঘটেছে। বিশেষজ্ঞরা বলছেন, প্রকৃত সংখ্যা এর চেয়েও অনেক বেশি হতে পারে। অনেকেই সামাজিক লজ্জার ভয়ে পুলিশে অভিযোগ জানাতে সাহস করেন না।
ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, এই প্রতারণার পেছনে কাজ করছে সাইবার অপরাধীদের এক সুসংগঠিত চক্র। এ ধরনের ঘটনা প্রতিরোধে সাইবার সচেতনতা বৃদ্ধির পাশাপাশি প্রযুক্তিগত সুরক্ষার প্রতি বিশেষ নজর দেওয়ার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা।
সাইবার অপরাধীদের এ ধরনের ফাঁদ থেকে নিজেকে সুরক্ষিত রাখতে অনলাইন প্ল্যাটফর্মে সচেতন থাকা এবং অপরিচিত লিঙ্কে ক্লিক না করার পরামর্শ দেওয়া হচ্ছে। একইসঙ্গে সন্দেহজনক কোনো বার্তা বা প্রস্তাব পেলে তা সঙ্গে সঙ্গে আইনপ্রয়োগকারী সংস্থার কাছে জানানোর পরামর্শ দেওয়া হয়েছে।