শুক্রবার
২৪শে জানুয়ারি, ২০২৫
১০ই মাঘ, ১৪৩১

আমরা জনতার পক্ষে সত্য বলি

সীমান্ত পরিস্থিতি নিয়ে আলোচনায় ভারতীয় হাইকমিশনারকে ডেকেছে বাংলাদেশ

Fresh News রিপোর্ট
জানুয়ারি ১২, ২০২৫
৬:৪৫ অপরাহ্ণ

 

সীমান্তে উদ্ভূত পরিস্থিতি ও চোরাচালান প্রতিরোধের বিষয়ে আলোচনার জন্য ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে রোববার (১২ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকেছে বাংলাদেশ। বিকেলে পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দীনের দপ্তরে ভারতীয় দূতকে আমন্ত্রণ জানানো হয়।

প্রায় আধা ঘণ্টা ধরে আলোচনার পর দপ্তর থেকে বের হয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ভারতীয় হাইকমিশনার। তিনি জানান, সীমান্ত অপরাধমুক্ত করার বিষয়ে ভারতের প্রতিশ্রুতি এবং চোরাচালান, পাচার ও অন্যান্য অপরাধ মোকাবিলার ওপর গুরুত্ব দিয়ে আলোচনা হয়েছে। কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়েও দুই দেশের মধ্যে আলোচনা চলছে।

হাইকমিশনার প্রণয় ভার্মা বলেন, “আমাদের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ও বাংলাদেশের বিজিবি নিয়মিত যোগাযোগ করছে। আশা করি, এ আলোচনা কার্যকর হবে এবং সীমান্ত অপরাধ দমনে সহযোগিতামূলক পদ্ধতি বাস্তবায়িত হবে।”

সম্প্রতি সীমান্তের পাঁচটি স্থানে কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ শুরু করেছিল ভারত। তবে স্থানীয় জনগণ ও বিজিবির শক্ত অবস্থানের কারণে এ কাজ স্থগিত করতে বাধ্য হয়েছে বিএসএফ।

রোববার সকালে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী সচিবালয়ে সাংবাদিকদের জানান, বিজিবি সীমান্তে সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্ত পরিস্থিতি মোকাবিলায় বিএসএফের সঙ্গে বিজিবি নিয়মিত যোগাযোগ করছে। এ বিষয়ে কূটনৈতিক পদক্ষেপ নিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ও সক্রিয় রয়েছে।

বাংলাদেশ-ভারত সীমান্তের মোট দৈর্ঘ্য ৪ হাজার ১৫৬ কিলোমিটার। এর মধ্যে ৩ হাজার ২৭১ কিলোমিটারে কাঁটাতারের বেড়া স্থাপন করেছে ভারত। অবশিষ্ট ৮৮৫ কিলোমিটারে এখনো বেড়া নির্মাণ হয়নি। সীমান্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে উভয় দেশই পারস্পরিক সহযোগিতার ওপর জোর দিচ্ছে।