শুক্রবার
২৪শে জানুয়ারি, ২০২৫
১০ই মাঘ, ১৪৩১

আমরা জনতার পক্ষে সত্য বলি

রাজনৈতিক বিশৃঙ্খলা মেনে নেওয়া হবে না: কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা

Fresh News রিপোর্ট
জানুয়ারি ১২, ২০২৫
৬:৪৭ অপরাহ্ণ

 

রাজনৈতিক বিশৃঙ্খলা ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। রোববার (১২ জানুয়ারি) মুন্সীগঞ্জের সিরাজদিখানে কৃষি যন্ত্রপাতি হস্তান্তর অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

উপজেলার ইছাপুরা ইউনিয়নের কুসুমপুর জাগরণী সংসদ মাঠে আয়োজিত অনুষ্ঠানে তিনি রাজনৈতিক নেতৃবৃন্দকে সতর্ক করে বলেন, “আপনারা রাজনীতি করুন, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু যদি আইনশৃঙ্খলা ভঙ্গ করেন, তাহলে কাউকে ছাড় দেওয়া হবে না। এমনকি আমার ভাই হলেও ছাড় পাবেন না। আগে তাকে চার্জশিটের আওতায় আনুন।”

সরকারি কর্মচারীদের উদ্দেশে তিনি বলেন, “তেল মারা বন্ধ করুন। এখনই কঠোর হওয়ার সময়। ভবিষ্যতে কে ক্ষমতায় আসবে তা পরে দেখা যাবে। কিন্তু এখন আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে।”

কৃষকদের প্রতি আহ্বান
কৃষকদের উদ্দেশে উপদেষ্টা বলেন, “বর্তমানে কৃষি শ্রমিক সংকটের কারণে মাঠে কাজ করার মানসিকতা কমে গেছে। পরিবারের কেউ বিদেশে গেলে আর মাঠে কাজ করতে চায় না। এটি আমাদের জন্য একটি বড় চ্যালেঞ্জ। তবে মাঠে কাজ করলে শরীর ভালো থাকবে এবং দেশের উৎপাদন বাড়বে।”

অনুষ্ঠানে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত, পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার, ঢাকা ব্যাংক পিএলসির প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান এটিএম হায়াতুজ্জামান খান, ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর শেখ মোহাম্মদ মারুফ, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা আক্তার, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বিপ্লব কুমার মোহন্তসহ স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ৩০ জন কৃষকের মাঝে পাওয়ার টিলার ও শ্যালোমেশিন বিতরণ করা হয়। এটি ঢাকা ব্যাংক পিএলসির সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির আওতায় আয়োজিত একটি উদ্যোগ।