শুক্রবার
২৪শে জানুয়ারি, ২০২৫
১০ই মাঘ, ১৪৩১

আমরা জনতার পক্ষে সত্য বলি

সেনাবাহিনীর বিশেষ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা ৬০ দিন বাড়াল সরকার

Fresh News রিপোর্ট
জানুয়ারি ১২, ২০২৫
৬:৫৬ অপরাহ্ণ

 

বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন এবং তদূর্ধ্ব সমপদমর্যাদার কমিশন্ড কর্মকর্তাদের বিশেষ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আরও ৬০ দিন বাড়িয়েছে সরকার। রোববার (১২ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, সেনাবাহিনীর ক্যাপ্টেন ও তদূর্ধ্ব সমপদমর্যাদার কর্মকর্তাদের (কোস্টগার্ড ও বিজিবি’তে প্রেষণে কর্মরত কর্মকর্তাসহ) সারা দেশে বিশেষ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের ক্ষমতা ১৪ জানুয়ারি থেকে ৬০ দিনের জন্য পুনর্নির্ধারণ করা হয়েছে। এর আগে গত ১৭ সেপ্টেম্বর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছিল। পরবর্তীতে ৩০ সেপ্টেম্বর থেকে নৌবাহিনী ও বিমান বাহিনীর কর্মকর্তাদেরও এই ক্ষমতা দেওয়া হয়।

এছাড়া, ১৫ নভেম্বর জন প্রশাসন মন্ত্রণালয়ের আরেক প্রজ্ঞাপনে কোস্টগার্ড ও বিজিবি’তে প্রেষণে কর্মরত সামরিক কর্মকর্তাদেরও একই ক্ষমতা দেওয়া হয়েছিল।