বৃহস্পতিবার
২৩শে জানুয়ারি, ২০২৫
৯ই মাঘ, ১৪৩১

আমরা জনতার পক্ষে সত্য বলি

‘হোয়াটসঅ্যাপ পে’ ফিচার চালু, সরাসরি পেমেন্ট পাঠানোর সুবিধা

Fresh News রিপোর্ট
জানুয়ারি ১৩, ২০২৫
১২:০৬ অপরাহ্ণ

 

জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ এবার ব্যবহারকারীদের সুবিধার্থে নতুন ফিচার ‘হোয়াটসঅ্যাপ পে’ যুক্ত করেছে। যা আগে ভারতে শুধুমাত্র ১০০ মিলিয়ন ব্যবহারকারীর জন্য সীমাবদ্ধ ছিল, কিন্তু এখন তা আর কোনো বিধিনিষেধ ছাড়াই সকল ভারতীয় ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হয়েছে।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, জাতীয় পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া (এনপিসিআই) এ পরিসেবা ব্যবহারে থাকা পূর্ববর্তী সীমাবদ্ধতা তুলে নিয়েছে। এর ফলে, এখন থেকে ভারতে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা ‘হোয়াটসঅ্যাপ পে’ এর মাধ্যমে সরাসরি টাকা আদান-প্রদান করতে পারবেন। এটি ইউপিআই পরিষেবা দ্বারা পরিচালিত হবে, যার ফলে ব্যবহারকারীরা হোয়াটসঅ্যাপের মধ্যেই লেনদেন সম্পন্ন করতে পারবেন, এবং তাদের অ্যাপটি বন্ধ করার প্রয়োজন হবে না।

হোয়াটসঅ্যাপ পে ব্যবহারের প্রক্রিয়া:

  1. অ্যাকাউন্ট সেটআপ: হোয়াটসঅ্যাপ পে ব্যবহার করতে হলে প্রথমে ইউপিআই আইডি সেটআপ করতে হবে। এই আইডি সাধারণত আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে সংযুক্ত থাকে। এরপর ফোন নম্বরের সাথে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করতে হবে।
  2. পেমেন্ট পাঠানো: যেকোনো হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীকে পেমেন্ট পাঠাতে হলে, প্রথমে চ্যাট উইন্ডোতে গিয়ে পেমেন্ট অপশন নির্বাচন করতে হবে। তারপর ইউপিআই পিন ব্যবহার করে লেনদেন সম্পন্ন হবে।
  3. পেমেন্ট গ্রহণ: যিনি পেমেন্ট গ্রহণ করবেন, তাকে ‘হোয়াটসঅ্যাপ পে’ অ্যাকাউন্ট সেটআপ করতে হবে। একবার পেমেন্ট গ্রহণ হলে, টাকা সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে।

নিরাপত্তা: হোয়াটসঅ্যাপ পে নিরাপত্তার জন্য ইউপিআই পিন ব্যবহার করে, যা শুধু ব্যবহারকারী জানেন। এছাড়াও, পেমেন্ট প্রক্রিয়ায় এন্ড-টু-এন্ড এনক্রিপশন ব্যবহৃত হয়, যা মেসেজ পাঠানোর মতো আপনার পেমেন্টও সুরক্ষিত রাখে।