শনিবার
১৯শে এপ্রিল, ২০২৫
৬ই বৈশাখ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

সাইবার প্রতারণার ফাঁদে ব্যবসায়ী, ৫৮ লাখ টাকা হারালেন

Fresh News রিপোর্ট
জানুয়ারি ১৩, ২০২৫
১২:০৯ অপরাহ্ণ

অনেকেই কম পরিশ্রমে সহজে টাকা আয় করার প্রলোভনমূলক মেসেজ পান। কিন্তু এসব ফাঁদে পা দিলে অনেক বড় বিপদ হতে পারে। ভারতে প্রশাসন নিয়মিতভাবে সাইবার প্রতারণা থেকে রক্ষা পাওয়ার জন্য সতর্কতা জারি করছে।

ভারতের ২৭ বছর বয়সী এক ব্যবসায়ী প্রতারণার ফাঁদে পা দিয়ে ৫৮ লাখ ৭৫ হাজার টাকা হারিয়েছেন। ১৬ আগস্ট টেলিগ্রামে একটি মেসেজ পান ওই তরুণ। সেখানে বলা হয়েছিল, ৩ ঘণ্টা কাজ করলে ৪ হাজার ৬৫০ টাকা আয় করতে পারবেন। পরে তাকে ‘ম্যাঙ্গো ফ্যাশন’ নামক একটি সংস্থার পক্ষ থেকে আরও একটি প্রলোভন দেয়া হয়।

এছাড়া, ওই সংস্থার প্ল্যাটফর্মে রেজিস্টার করলে ১০ হাজার টাকা বোনাস পাওয়ার অফার ছিল। তরুণটি কাজ করতে থাকলে তার ডিজিটাল ওয়ালেটে ওই টাকা বাড়তে থাকে, ফলে তার আস্থা বেড়ে যায়। এরপর তাকে সংস্থায় বিনিয়োগের জন্য উত্সাহিত করা হয়। তরুণটি একে একে ১১টি অ্যাকাউন্টে ৫৮ লাখ টাকা জমা দেন।

যদিও ডিজিটাল ওয়ালেটে ৭৬ লাখ টাকা দেখাচ্ছিল, তবে টাকা তুলতে ৩০ হাজার টাকা জমা দেয়ার পরও তিনি টাকা তুলতে পারছিলেন না। এই পরিস্থিতিতে তরুণটি বুঝতে পারেন যে, তিনি প্রতারিত হয়েছেন এবং শেষ পর্যন্ত পুলিশের কাছে অভিযোগ করেন। পুলিশ তদন্ত শুরু করেছে।