বৃহস্পতিবার
২৩শে জানুয়ারি, ২০২৫
৯ই মাঘ, ১৪৩১

আমরা জনতার পক্ষে সত্য বলি

ইউটিউবে নতুন ‘প্লে সামথিং’ ফিচার: কনটেন্ট খুঁজে পেতে সহায়তা

Fresh News রিপোর্ট
জানুয়ারি ১৩, ২০২৫
১২:১৪ অপরাহ্ণ

 

ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম হিসেবে ইউটিউবের জনপ্রিয়তা এখনো শীর্ষে। গুগল নিয়মিতভাবে ইউটিউবের ব্যবহারকারীদের অভিজ্ঞতা উন্নত করার জন্য নতুন ফিচার যোগ করছে, এবং এবার ‘প্লে সামথিং’ নামে নতুন একটি ফিচার যুক্ত করেছে ইউটিউব।

বর্তমান সময়ে ইন্টারনেট সংযোগ থাকা অনেক ব্যবহারকারী অনলাইনে প্রচুর কনটেন্ট দেখতে থাকেন, তবে কখনো কখনো এতসব কনটেন্টের মধ্যে নিজেদের পছন্দের ভিডিও খুঁজে পেতে কষ্ট হয়। এই সমস্যা সমাধানেই আসছে ইউটিউবের নতুন ‘প্লে সামথিং’ ফিচার।

এই ফিচারের জন্য ইউটিউব একটি নতুন ভাসমান বাটন তৈরি করেছে, যার ওপর লেখা থাকবে ‘প্লে সামথিং’। বাটনটির মধ্যে রয়েছে একটি ভিডিও ‘প্লে বাটন’। কালো ব্যাকগ্রাউন্ডের ওপর সাদা কালিতে লেখা থাকবে এই বাটন।

যখন আপনি এই বাটনে ক্লিক করবেন, ইউটিউব শর্টসে একটি ভিডিও স্বয়ংক্রিয়ভাবে চালু হয়ে যাবে। তবে এটি শুধু শর্টসের জন্য নয়, ইউটিউবের সাধারণ কনটেন্টও এই ফিচারের মাধ্যমে পোর্ট্রেইট ইন্টারফেইসে প্লে করা যাবে। এছাড়াও, স্ক্রিনের নিচে সময়ের বার থেকে ভিডিওর নির্দিষ্ট অংশও দেখা যাবে।

এমনকি যখন মিনি ভিডিও প্লেয়ারটি চালু হবে, তখন ‘প্লে সামথিং’ বাটনটি অদৃশ্য হয়ে যাবে। এটি একটি ভাসমান বাটন হওয়ায় ব্যবহারকারীদের জন্য আরও সহজে কনটেন্ট দেখতে সহায়ক হবে। এই বাটনটি ব্যবহারকারীদের পছন্দ অনুযায়ী কনটেন্ট প্রদর্শন করবে।

গত বছরের পর থেকে ইউটিউব এই ফিচারটির পরীক্ষা-নিরীক্ষা করছে এবং সম্প্রতি জানা গেছে, ‘প্লে সামথিং’ বাটনটি অ্যান্ড্রয়েডের জন্য ইউটিউব অ্যাপের ১৯.৫০ সংস্করণে উপলব্ধ হবে।