বৃহস্পতিবার
২৩শে জানুয়ারি, ২০২৫
৯ই মাঘ, ১৪৩১

আমরা জনতার পক্ষে সত্য বলি

চ্যাম্পিয়ন্স ট্রফির ব্যাপারে আমার হাতে কিছু নেইঃ লিটন

Fresh News রিপোর্ট
জানুয়ারি ১৩, ২০২৫
১২:২১ অপরাহ্ণ

চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বাংলাদেশ দল ঘোষণা করেছে গতকাল, এবং এতে বেশ কিছু নাটকীয়তা লক্ষ্য করা গেছে। ১৫ সদস্যের দলে বড় চমক হিসেবে সাকিব আল হাসান ও লিটন কুমার দাসের নাম নেই। এই দুই বড় নামের অনুপস্থিতিতে নতুন করে ওপেনার হিসেবে জায়গা পেয়েছেন পারভেজ হোসেন ইমন।

ফেব্রুয়ারি মাসের ১৯ তারিখ থেকে শুরু হতে যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের আসর। গতকাল রোববার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) দলের তালিকা প্রকাশ করেছে, যেখানে গত এক বছরের ফর্মহীনতার কারণে বাদ পড়েছেন লিটন কুমার দাস। তবে, বিপিএলে শতক হাঁকানোর পরও তাকে বাদ পড়তে হয়েছে।

বিপিএল ম্যাচে সেঞ্চুরি করার পর সংবাদ সম্মেলনে লিটন কুমার দাস জানালেন, “চ্যাম্পিয়ন্স ট্রফির ব্যাপারে আমার হাতে কিছু নেই। এটা নির্বাচকদের সিদ্ধান্ত। আমার কাজ ছিল পারফর্ম করা, যা এতদিন করতে পারিনি।”

এদিকে, সেঞ্চুরি হাঁকানোর পরও নিজের মানসিক অবস্থার কথা জানিয়ে লিটন বলেন, “ম্যাচের আগে যে মানসিকতা ছিল, পরেও তেমনই আছে। আমি সবসময় বলি, আজকের দিনটা অতীত হয়ে গেছে। ক্যারিয়ারে হয়তো একটি ভালো ইনিংস খেলেছি, কিন্তু পরের ম্যাচে শূন্য থেকেই শুরু করতে হবে। আমি আবার নতুন করে চেষ্টা করবো।”

চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাদ পড়ার বিষয়ে লিটন বলেন, “নির্বাচকদের পক্ষ থেকে কোন ক্লিয়ার মেসেজ পাইনি। তবে, মিডিয়া থেকে আমি জানলাম, আমার পারফরম্যান্স ছিল না। তাই বাদ পড়েছি। আপনারা তো খবর দিয়ে রেখেছেন, আমি বাদ পড়ার কারণ পরিষ্কার।”

বিপিএলের পরবর্তী ম্যাচের দিকে মনোযোগী হয়ে লিটন জানালেন, “এখন চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে ভাবার সময় নেই। আমার পুরো ফোকাস বিপিএলে। চেষ্টা করবো সেখানে ভালো পারফর্ম করার।”