রবিবার
৩রা আগস্ট, ২০২৫
১৯শে শ্রাবণ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

পাকিস্তান সুপার লিগে নাহিদ সহ যেসব বাংলাদেশি ক্রিকেটার

Fresh News রিপোর্ট
জানুয়ারি ১৪, ২০২৫
১১:২৯ পূর্বাহ্ণ

ফ্রেশ নিউজ ডেস্ক:

পাকিস্তান সুপার লিগে নাহিদ রানার ছাড়াও দল পেয়েছেন বাংলাদেশের লিটন কুমার দাস ও রিশাদ হোসেন। লিটনকে দলে ভিড়িয়েছে করাচি কিংস। নাহিদকে দলে ভিড়িয়েছে পেশাওয়ার জালমি। আর ডায়মন্ড ক্যাটাগরি থেকে রিশাদকে দলে নিয়েছে লাহোর কালান্দার্স।

রিশাদের মতো একই ক্যাটাগরিতে রয়েছেন তাসকিন আহমেদ, তাওহীদ হৃদয়, তানজিম হাসান ও হাসান মাহমুদ। তারা অবশ্য কেউ প্রথম ডাকে দল পাননি এখনও।

প্লাটিনাম ক্যাটাগরিতে আছেন সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান । এই  দুই বাংলাদেশি ক্রিক্রেটার প্রথম ডাকে এখন ও অবিক্রিত রয়েছেন।

সোমবার পাকিস্তানের বেলুচিস্তানের গোয়াদারে পিএসএলের প্লেয়ার ড্রাফট অনুষ্ঠিত হয়েছে। সব মিলিয়ে পিএসএলের নিলামে পাকিস্তানি ক্রিকেটারদের পাশাপাশি নাম দিয়েছেন ৫১০ জন বিদেশি ক্রিকেটার।