শুক্রবার
২৪শে জানুয়ারি, ২০২৫
১০ই মাঘ, ১৪৩১

আমরা জনতার পক্ষে সত্য বলি

মুকুন্দগাঁতী বণিক সমিতির নির্বাচনে সভাপতি তোফাজ্জল, সম্পাদক মোহাম্মদ আলী

Fresh News রিপোর্ট
জানুয়ারি ১৪, ২০২৫
৭:১৭ অপরাহ্ণ

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার মুকুন্দগাঁতি বাজার বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হযেছে। সোমবার ১৩ জানুয়ারি সোহাগপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে সকাল ১০ টা থেকে বিরতিহীন ভাবে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহন শেষে রাত ৮ ঘটিকায় নির্বাচন কমিটির সভাপতি ফলাফল ঘোষনা করা হয়।

এতে সভাপতি পদে তোফাজ্জল হোসেন (হারিকেন), ৭৩০ ভোট, তার নিকটতম প্রতিনিধি মনোয়ার চৌধুরী বাবু (ছাতা) ১৯২ ভোট পান। সাধারন সম্পাদক পদে মোহাম্মদ আলী ভূইয়া (চেয়ার) ৫০১ ভোট ও আব্দুল করিম প্রামানিক (গোলাপফুল) ৪১৮ ভোট পান।

সহ -সভাপতি পদে মহর আলী প্রামানিক (দোয়াত কলম) ৩৬৪ ভোটে জয় লাভ করেন। তার নিকতম প্রতিদ্বন্দ্বী আমিরুল ইসলাম (ফ্যান) ২৬০ ভোট।
এ ছাড়া মুকুন্দগাঁতী বাজার বণিক সমবায় সমিতির সদস্য পদে ১৪ জন প্রার্থী অংশ গ্রহণ করেন। তার মধ্যে মোহাম্মদ আলী প্রতিক (মোরগ), মজনু সরকার (খেঁজুর গাছ), মকুল হোসেন মোল্লা (তালাচাবি), শফিকুল ইসলাম (বাইসাইকেল), শরিফুর ইসলাম (হাতপাখা) সেলিম সরকার (মোমবাতি) প্রতিকে ৬ জন সদস্য পদে নির্বাচিত হয়।

নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১০০৪। নির্বাচন কমিশনার ছিলেন কামারখন্দ উপজেলা সমবায় কর্মকর্তা দ্বীন বন্ধু মৃধা। তিনি বলেন, নির্বাচন সুষ্ঠ ও শৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।