কিশোরগঞ্জে ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। একই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, ছেলে সজীব ওয়াজেদ (জয়), মেয়ে সায়মা ওয়াজেদ (পুতুল) সহ ১২৪ জনকে আসামি করা হয়েছে।
গত ১৪ জানুয়ারি কিশোরগঞ্জ থানায় তহমুল ইসলাম (২৭) নামের এক তরুণ মামলাটি দায়ের করেন। তিনি জানান, তিনি বিএনপির কর্মী এবং আন্দোলনকালে আহত হন। দীর্ঘ চিকিৎসার পর সুস্থ হয়ে তিনি মামলাটি করেন। মামলায় ১ নম্বর আসামি করা হয়েছে শেখ হাসিনাকে, ২ নম্বরে আছেন শেখ রেহানা এবং ৩ নম্বর আসামি সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ।
মামলার এজহারে বলা হয়েছে, আন্দোলন দমনে সংগঠিত ছাত্র-জনতার ঐক্য-আন্দোলনকে পরিকল্পিতভাবে দমন করার জন্য আসামিরা দেশ-বিদেশে ষড়যন্ত্র করেছেন। এ ঘটনায় গত বছরের ৪ আগস্ট কিশোরগঞ্জ শহরের স্টেশন রোড এলাকায় ছাত্র-জনতার মিছিলে হামলা চালানো হয়, যেখানে আগ্নেয়াস্ত্র, গ্রেনেড, ককটেল এবং বোমা নিক্ষেপ করা হয়।
কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন জানিয়েছেন, মামলাটি তদন্ত করে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।