মুন্সীগঞ্জের সিরাজদিখানে ডিবি পুলিশ সেজে এক ব্যাংক কর্মচারীকে অপহরণ ও মারধর করে ১৫ লাখ ৭০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে উপজেলার জৈনসার ইউনিয়নের কাঁঠালতলী গ্রামে এই ঘটনা ঘটে। অপহৃত ব্যক্তির নাম আফজাল শেখ, তিনি ভবানীরপুর ইসলামী ব্যাংক এজেন্ট শাখার কর্মচারী।
আফজাল শেখ জানান, তিনি ইসলামী ব্যাংক নিমতলা শাখা থেকে ১৫ লাখ ৭০ হাজার টাকা তুলে বাসে করে ইছাপুরা আসছিলেন। এরপর তিনি ব্যাটারিচালিত অটোরিকশায় চড়ে ভবানীপুর এজেন্ট শাখায় যাওয়ার পথে কাঁঠালতলী গ্রামে ফারুকের পোল্ট্রি ফার্মের সামনে একটি মাইক্রোবাস তার রিকশার গতিরোধ করে। সেখানে চার-পাঁচজন লোক অস্ত্রের মুখে তাকে হ্যান্ডকাফ পরিয়ে মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। তার চোখ বেঁধে মারধর করা হয় এবং তাকে জানানো হয়, তার বিরুদ্ধে নারী নির্যাতনের মামলা রয়েছে। এরপর বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে তার কাছ থেকে ১৫ লাখ ৭০ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয় এবং পরে তাকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের একটি নির্জন স্থানে ফেলে দিয়ে পালিয়ে যায়।
এ ঘটনায় ইসলামী ব্যাংক ভবানীপুর এজেন্ট শাখার এজেন্ট কামাল শেখ বলেন, এই ধরনের ঘটনা প্রথমবার ঘটল, যদিও আফজাল নিয়মিতভাবে টাকা আনা-নেওয়ার কাজ করেন। ব্যাংক কর্তৃপক্ষ থানায় বিষয়টি জানিয়েছে এবং সিসিটিভি ফুটেজে আফজালকে অপহরণের দৃশ্য দেখা গেছে।
সিরাজদিখান সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার আ ন ম ইমরান খান জানিয়েছেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তদন্ত শুরু করেছে। তবে আফজাল এখনও নিশ্চিত হতে পারেননি, অপহরণকারীরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পোশাক পরেছিল কিনা।
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান বলেন, এখনও লিখিত অভিযোগ দাখিল হয়নি, তবে পুলিশের অভিযান চলছে এবং অপরাধীদের শনাক্ত করতে তদন্ত চলছে।