বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) দুটি ছাত্রাবাস ও গ্রন্থাগারের নাম পরিবর্তন করেছে শিক্ষার্থীরা। তবে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা হলের নাম পরিবর্তন নিয়ে শিক্ষার্থীরা দ্বিধাবিভক্ত হয়ে পড়েছেন এবং একাংশ বিক্ষোভ করেছে।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাত ৯টার দিকে উপাচার্যের বাসভবনের সামনে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। তারা অভিযোগ করেন, বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা হলের নাম পরিবর্তন করা হয়েছে শিক্ষার্থীদের মতামত উপেক্ষা করে, অথচ ওই হলের নিবাসীরা তিনটি নাম প্রস্তাব করেছিলেন এবং তাদের মধ্যে আলোচনা চলছিল। এর আগেই হুট করে নাম বদলে ফেলা হয়, যা তারা গ্রহণ করতে পারেননি।
বিক্ষোভকারীরা উপাচার্যকে প্রশ্ন করেন, কীভাবে উপ-উপাচার্য শিক্ষার্থীদের মতামত ছাড়াই নাম পরিবর্তনের অফিস আদেশে স্বাক্ষর করেছেন। তারা দাবি করেন, হলের নাম পরিবর্তনের সিদ্ধান্ত শিক্ষার্থীদের মধ্যে হওয়া উচিত।
এদিকে, দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ আব্দুর রব সেরনিয়াবাত কেন্দ্রীয় লাইব্রেরির ব্যানার সরিয়ে কেন্দ্রীয় গ্রন্থাগার, বঙ্গবন্ধু হলের পরিবর্তে বিজয় ২৪ হল এবং শেখ হাসিনা হলের পরিবর্তে কবি সুফিয়া কামাল হলের নামের ব্যানার টানানো হয়।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মনিরুল ইসলাম জানান, বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে এখন পর্যন্ত কোনো হলের নাম পরিবর্তন করা হয়নি, তবে শিক্ষার্থীরা দুটি ছাত্রাবাস ও গ্রন্থাগারের নাম বদলেছে। বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা হলের নাম পরিবর্তন নিয়ে শিক্ষার্থীদের মধ্যে দ্বিমত সৃষ্টি হয়েছে, এবং তাদের বিক্ষোভও হয়েছে।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন শান্ত থাকার জন্য শিক্ষার্থীদের আশ্বস্ত করেছে এবং তাদের প্রস্তাবনা সিন্ডিকেট সভায় উত্থাপন করা হবে।