শুক্রবার
২৪শে জানুয়ারি, ২০২৫
১০ই মাঘ, ১৪৩১

আমরা জনতার পক্ষে সত্য বলি

রাজবাড়ীতে তিন শীর্ষ পদে নারী কর্মকর্তাদের নেতৃত্ব

Fresh News রিপোর্ট
জানুয়ারি ১৫, ২০২৫
১১:৩১ পূর্বাহ্ণ

 

রাজবাড়ীতে জেলা প্রশাসক, পুলিশ সুপার ও জেলা ও দায়রা জজ — এই তিন শীর্ষ পদেই এখন দায়িত্ব পালন করছেন নারী কর্মকর্তারা। সুলতানা আক্তারের নতুন জেলা প্রশাসক হিসেবে যোগদানের মাধ্যমে রাজবাড়ীতে এ বিরল ঘটনা ঘটেছে। তিনি ২৭ তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা এবং এর আগে বাণিজ্য মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে কাজ করেছেন। সুলতানা আক্তার রাজবাড়ী জেলার ২৬ তম জেলা প্রশাসক এবং ৬ষ্ঠ নারী জেলা প্রশাসক হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন।

এর আগে, ২০২৩ সালের ৯ জানুয়ারি রাজবাড়ীর জেলা পুলিশ সুপার হিসেবে মোছা. শামিমা পারভীন যোগ দেন। তিনি ২৫ তম বিসিএস পুলিশ ক্যাডারের সদস্য। রংপুর পুলিশ ট্রেনিং সেন্টারের পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন শেষে তিনি রাজবাড়ীতে যোগদান করেন।

এছাড়া, রাজবাড়ী জেলার বিচার বিভাগে সিনিয়র জেলা ও দায়রা জজ হিসেবে কর্মরত রয়েছেন মোসাম্মৎ জাকিয়া পারভিন, যিনি ১৭ তম বিসিএস (বিচার) ব্যাচের একজন সদস্য।

এই তিন নারী কর্মকর্তা এখন রাজবাড়ীর শীর্ষ পদে নেতৃত্ব দিচ্ছেন, যা একটি বিরল দৃষ্টান্ত সৃষ্টি করেছে এবং জেলা বাসীর মধ্যে আশা ও সম্ভাবনার আলো তৈরি করেছে।