যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতাদের আরোপিত নিষেধাজ্ঞা কার্যকর হলে, আগামী রোববার (১৯ জানুয়ারি) থেকে টিকটক তাদের সব কার্যক্রম পুরোপুরি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
যুক্তরাষ্ট্রে ১৭০ মিলিয়ন টিকটক ব্যবহারকারী থাকলেও, টিকটক এ সিদ্ধান্ত নিয়েছে যে, নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার পর দেশটিতে তাদের অ্যাপ আর ব্যবহার করা যাবে না। এ বিষয়ে বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, প্রতিষ্ঠানটি কার্যক্রম বন্ধের দিকে এগোচ্ছে এবং ১৯ জানুয়ারির পর ব্যবহারকারীরা অ্যাপসে প্রবেশ করার চেষ্টা করলে, নিষেধাজ্ঞার বার্তা দেখতে পারবেন এবং তথ্য ডাউনলোডের সুযোগ পাবেন।
যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতারা টিকটককে চীনের পেরেন্ট কোম্পানি বাইটড্যান্সের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে বলেছিল। ১৯ জানুয়ারির মধ্যে এই পদক্ষেপ নেয়ার জন্য সময় বেঁধে দেওয়া হয়েছে। অ্যাপ স্টোরগুলোকে টিকটক সাইটে নিষেধাজ্ঞা কার্যকরের নির্দেশ দেওয়া হলেও, টিকটক সম্পূর্ণ কার্যক্রম বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে।
এ বিষয়ে টিকটক যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে আবেদন করলেও আদালত নিষেধাজ্ঞা বহাল রাখার ইঙ্গিত দিয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট-নির্বাচিত ডোনাল্ড ট্রাম্প টিকটকের ওপর আরোপিত নিষেধাজ্ঞার বিরুদ্ধে মতামত জানালেও, তার শপথ গ্রহণের পর এটি বন্ধ হওয়ার শঙ্কা রয়েছে।