আজ, ১৬ জানুয়ারি, বৃহস্পতিবার বিকেল ৪টায়, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সর্বদলীয় বৈঠক আয়োজন করবেন, যার লক্ষ্য ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের ঘোষণাপত্র চূড়ান্ত করা। বৈঠকটি প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন, যমুনায় অনুষ্ঠিত হবে এবং সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে। বৈঠকে বিএনপি, জামায়াত, গণতন্ত্র মঞ্চসহ রাজনৈতিক দল এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। এই বৈঠকটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে, যেখানে ঘোষণাপত্রটি চূড়ান্ত করার জন্য রাজনৈতিক দলগুলোর মতামত নেওয়া হবে।
প্রধান উপদেষ্টা ড. ইউনূসসহ উপদেষ্টা পরিষদের সদস্যরাও বৈঠকে উপস্থিত থাকতে পারেন। এই বৈঠকেই স্পষ্ট হতে পারে, কবে এবং কীভাবে ঘোষণাপত্রটি দেওয়া হবে। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে যে, সকল দলকে বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে এবং ঘোষণাপত্রের একটি খসড়া ইতোমধ্যে রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হয়েছে।
এদিকে, গত ৩১ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি ঘোষণাপত্র দেওয়ার ঘোষণা দিলেও, বিএনপির বিরোধিতার কারণে তা বাতিল হয়ে যায়। তবে, এবার সব পক্ষের মতামত নিয়ে ঐকমত্যের ভিত্তিতে ঘোষণাপত্র ঘোষিত হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম।