গাজীপুর মহানগরীর কোনাবাড়ির পারিজাত এলাকায় বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) ভোর ৪টার দিকে আগুনে পুড়ে গেছে ৬টি ঝুট গুদাম, তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রথমে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও তা ব্যর্থ হয়। এরপর খবর পেয়ে কোনাবাড়ি মর্ডান ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এবং পরে সারাবো মর্ডান ফায়ার সার্ভিসের আরও দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়, তবে তারা এখনো ডাম্পিংয়ের কাজ করছে।
কোনাবাড়ি মডার্ন ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ ইন্সপেক্টর মো. সাইফুল ইসলাম জানান, প্রথমে পারিজাত এলাকার একটি ঝুট গুদামে আগুন লাগে এবং মুহূর্তের মধ্যে আশপাশের আরও ৫টি ঝুট গুদামে তা ছড়িয়ে পড়ে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে, বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে আগুনের সূত্রপাত হয়েছে। এ ঘটনায় প্রায় ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।