শুক্রবার
২৪শে জানুয়ারি, ২০২৫
১০ই মাঘ, ১৪৩১

আমরা জনতার পক্ষে সত্য বলি

কুড়িগ্রামে ছাত্রলীগ নেতার করা সেতুর নির্মাণ কাজ দুই বছর পরেও অসমাপ্ত

Fresh News রিপোর্ট
জানুয়ারি ১৬, ২০২৫
১০:৩৩ পূর্বাহ্ণ

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার বালাটারী গ্রামে প্রায় দুই বছর ধরে সেতু নির্মাণ কাজ অসমাপ্ত অবস্থায় পড়ে রয়েছে, যার কারণে ভোগান্তিতে পড়েছে কয়েক হাজার মানুষ।

২০২১-২২ অর্থবছরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে ৬৮ লাখ টাকা বরাদ্দ দিয়ে সেতুর নির্মাণ কাজ শুরু হয়, তবে ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স মিম ট্রেডার্সের কাজের ধীরগতির কারণে সেতুর নির্মাণ কাজ শেষ হয়নি। কাজটি নিয়েছিলেন কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রকিবুজ্জামান রাকিব, যিনি পরে অস্বাভাবিকভাবে কাজ পরিচালনা করতে থাকেন।

স্থানীয়রা জানান, সেতু নির্মাণে নানা অনিয়ম ছিল, এবং সেতুর নির্মাণ কাজের সময়সীমা অতিবাহিত হলেও কোনো সমাধান আসেনি। বর্ষা মৌসুমে পুরোনো ব্রিজ ভেঙে চলাচল বন্ধ হয়ে যায়, ফলে এলাকাবাসী বিপাকে পড়েন। এক্ষেত্রে এলাকার কৃষকরা জানিয়েছেন, সেতুর নির্মাণ শেষ না হওয়ার কারণে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। তবে স্থানীয় প্রশাসন জানিয়েছে, আগামী দু’একদিনের মধ্যে কাজ শেষ করা হবে এবং সড়কটি চালু হবে।