সিরাজগঞ্জ বেলকুচিতে সূর্য্যাদয় তরুণ সংঘ কর্তৃক আয়োজিত শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট ২০২৫ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকেল ৪টায় চরনবীপুর কান্দাপাড়া স্কুল মাঠে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল খেলা হয়।
ফাইনাল টুর্ণামেন্টে রিজভী কিংস ফুটবল একাদশ বনাম স্বপন ইয়াং স্টার ফুটবল একাদশ অংশগ্রহণ করে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২০১৮ সালে সিরাজগঞ্জ-৫, বেলকুচি -চৌহালী ও এনায়েতপুর আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক (রাজশাহী) আমিরুল ইসলাম খান আলীম।
খেলা শেষে চ্যাম্পিয়ন দল রিজভী কিংস ফুটবল একাদশকে একটা ফ্রিজ ও রানারআপ দলকে একটা স্মার্ট টিভি পুরস্কার হিসেবে প্রদান করা হয়।
পুরস্কার বিতরণে উপস্থিত ছিলেন বেলকুচি পৌর বিএনপির আহবায়ক আলহাজ্ব আলতাফ হোসেন প্রামাণিক, বেলকুচি উপজেলা যুবদলের আহবায়ক শামীম সরকার, সদস্য সচিব কমিশনার আলম প্রামাণিক, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নূরে আলম, সিনিয়র যুগ্ম আহবায়ক রাজিব আহসান।