শুক্রবার
২৪শে জানুয়ারি, ২০২৫
১০ই মাঘ, ১৪৩১

আমরা জনতার পক্ষে সত্য বলি

সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদের ৭৭টি ব্যাংক হিসাব অবরুদ্ধ

Fresh News রিপোর্ট
জানুয়ারি ১৭, ২০২৫
১০:৩২ পূর্বাহ্ণ

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ হাছান মাহমুদ, তার পরিবার এবং প্রতিষ্ঠানের নামে থাকা ৭৭টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার নির্দেশ দিয়েছেন ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালত। এই হিসাবগুলোতে বর্তমানে মোট ২৪ কোটি ৬৫ লাখ ৪১ হাজার ৯৫৮ টাকা জমা রয়েছে।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিচারক জাকির হোসেন গালিব এই আদেশ দেন। দুদকের উপপরিচালক কমলেশ মণ্ডল আদালতে এসব হিসাব অবরুদ্ধের আবেদন করেন। শুনানি শেষে আদালত আবেদনটি মঞ্জুর করেন।

অবরুদ্ধ হিসাবগুলোর মধ্যে হাছান মাহমুদের ব্যক্তিগত নামে ৮টি, তার স্ত্রী নূরান ফাতেমার নামে ১৪টি, মেয়ে নাফিসা জুমাইনা মাহমুদের নামে ৬টি এবং বিভিন্ন প্রতিষ্ঠানের নামে ৪৯টি হিসাব অন্তর্ভুক্ত রয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো বিসমিল্লাহ মেরিন সার্ভিস, সুখি বাংলা ফাউন্ডেশন, এবং অস্ট্রেলিয়া বাংলাদেশ সোলার পাওয়ার লিমিটেড।

দুদকের আবেদনে বলা হয়েছে, হাছান মাহমুদ ও তার পরিবারের সদস্যদের সঙ্গে সংশ্লিষ্ট হিসাবগুলোতে ৭৫৩ কোটি টাকারও বেশি লেনদেন হয়েছে, যা সন্দেহজনক এবং মানিলন্ডারিংয়ের উপাদান থাকতে পারে। এই লেনদেনগুলো তার মন্ত্রীত্বকালে সংগঠিত হয়েছে। অনুসন্ধানের সময় থেকে এই টাকার উত্তোলনের চেষ্টা করা হয়েছে বলে দাবি করে দুদক।

আদালতের নির্দেশে এই হিসাবগুলো অবরুদ্ধ করা না হলে রাষ্ট্রের স্বার্থ ক্ষতিগ্রস্ত হতে পারে এবং অপরাধলব্ধ অর্থ বাজেয়াপ্ত করা কঠিন হয়ে পড়বে বলে আদালতকে জানানো হয়।

এই আদেশের মাধ্যমে দুদক হাছান মাহমুদের বিরুদ্ধে চলমান দুর্নীতির অনুসন্ধান আরও জোরদার করবে বলে আশা করা হচ্ছে।